গত কয়েকদিন ধরে পূর্ব বর্ধমানের বুদবুদ বাজারে ওই যুবককে সেনাবাহিনীর পোশাক পরে ঘুরে বেড়াতে দেখা যায়। এলাকার বেশ কয়েকজন বেকার যুবককে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখায় বলে অভিযোগ। কয়েকজন বাসিন্দাদের সন্দেহ হয়। তাঁরা এই বিষয়টি সেনার আধিকারিকদের জানান। খবর পেয়ে ঘটনার তদন্তে নামে পানাগড় সেনা ছাউনির আর্মি ইন্টেলিজেন্স বিভাগের কর্মীরা।
advertisement
পানাগড় সেনা ছাউনির আর্মি ইন্টালউজেন্স বিভাগ ও বুদবুদ থানার পুলিশের যৌথ উদ্যোগে গত ২৬ জুলাই সন্ধ্যা নাগাদ ওই যুবককে বুদবুদ বাজার থেকে আটক করে পুলিশ। বুদবুদ থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় যুবককে। পুলিশের জেরায় ওই যুবক অর্থাৎ কারান স্বীকার করে নেয়, যে বহু চাকরি প্রার্থীদের কাছে মোটা অংকের টাকা নিয়েছে। টাকার বিনিময়ে চাকরি দেয়ার প্রলোভন দিয়েছিল। সেকেন্দ্রাবাদে আর্মি ট্রেনিং সেন্টারে সরাসরি ভর্তি করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবে বলেছিল ধৃত যুবক।
চাকরিপ্রার্থীদের যাতে সন্দেহ না হয় তাই সেনাবাহিনীর পোশাক পড়ে থাকত ওই যুবক। সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে এলাকার কয়েকজন বেকার যুবকের কাছ থেকে মোটা টাকা দাবি করে ওই যুবক। এলাকারই যুবকদের সন্দেহ হলে তারাই বিষয়টি সেনার আধিকারিকদের জানানোর পর সেনা কর্মীরা এই বিষয়ে তদন্তে নামে।
বুদবুদ থানার পুলিশ ওই যুবককে গ্রেফতার করে পরের দিন দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক ওই যুবককে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। তিন দিনের পুলিশ হেফাজতের পর শুক্রবার ওই যুবককে ফের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় বলে জানা গিয়েছে।
এনিয়ে বুদবুদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজয় দলপতি জানিয়েছেন, সেনা কর্মীরাই তাঁদেরকে এই বিষয়ে খবর দেয় তারপরই যৌথ অভিযানে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তেমন কারও কাছ থেকেই ওই যুবক টাকা আদায় করতে পারেনি। তবে চেষ্টা করেছিল সফল হয়নি। স্বাভাবিকভাবেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বুদবুদে। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। গোটা ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। এই যুবকের সঙ্গে আর কে কে বা কারা জড়িত রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।
Malobika Biswas