TRENDING:

ভুয়ো সেনা জওয়ান ! সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা বুদবুদে

Last Updated:

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা। জেরায় সব অভিযোগ স্বীকার করে নিয়েছে অভিযুক্ত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান :  সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা। ভুয়ো সেনা কর্মী ধরা পড়লো বুদবুদে। পূর্ব বর্ধমানের বুদবুদ বাজার এলাকার ঘটনা।  ধৃত যুবকের নাম কারন যাদব। ৩২ বছরের কারান যাদবের বাড়ি উত্তরপ্রদেশের গাজীপুর জেলার ঘামার গ্রামে।
advertisement

গত কয়েকদিন ধরে পূর্ব বর্ধমানের বুদবুদ বাজারে ওই যুবককে সেনাবাহিনীর পোশাক পরে ঘুরে বেড়াতে দেখা যায়। এলাকার বেশ কয়েকজন বেকার যুবককে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখায় বলে অভিযোগ। কয়েকজন বাসিন্দাদের সন্দেহ হয়। তাঁরা এই বিষয়টি সেনার আধিকারিকদের জানান। খবর পেয়ে ঘটনার তদন্তে নামে পানাগড় সেনা ছাউনির আর্মি ইন্টেলিজেন্স বিভাগের কর্মীরা।

advertisement

পানাগড় সেনা ছাউনির আর্মি ইন্টালউজেন্স বিভাগ ও বুদবুদ থানার পুলিশের যৌথ উদ্যোগে গত ২৬ জুলাই  সন্ধ্যা নাগাদ ওই যুবককে বুদবুদ বাজার থেকে আটক করে পুলিশ।  বুদবুদ থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় যুবককে। পুলিশের জেরায় ওই যুবক অর্থাৎ কারান স্বীকার করে নেয়, যে বহু চাকরি প্রার্থীদের কাছে মোটা অংকের টাকা নিয়েছে। টাকার বিনিময়ে চাকরি দেয়ার প্রলোভন দিয়েছিল। সেকেন্দ্রাবাদে আর্মি ট্রেনিং সেন্টারে সরাসরি ভর্তি করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবে বলেছিল ধৃত যুবক।

advertisement

চাকরিপ্রার্থীদের যাতে সন্দেহ না হয় তাই সেনাবাহিনীর পোশাক পড়ে থাকত ওই যুবক। সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে এলাকার কয়েকজন বেকার যুবকের কাছ থেকে  মোটা টাকা দাবি করে ওই যুবক। এলাকারই যুবকদের সন্দেহ হলে তারাই বিষয়টি সেনার আধিকারিকদের জানানোর পর সেনা কর্মীরা এই বিষয়ে তদন্তে নামে।

বুদবুদ থানার পুলিশ ওই যুবককে গ্রেফতার করে পরের দিন দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক ওই যুবককে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। তিন দিনের পুলিশ হেফাজতের পর শুক্রবার ওই যুবককে ফের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় বলে জানা গিয়েছে।

advertisement

এনিয়ে  বুদবুদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজয় দলপতি জানিয়েছেন, সেনা কর্মীরাই তাঁদেরকে এই বিষয়ে খবর দেয় তারপরই যৌথ অভিযানে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তেমন কারও কাছ থেকেই ওই যুবক টাকা আদায় করতে পারেনি। তবে চেষ্টা করেছিল সফল হয়নি।  স্বাভাবিকভাবেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বুদবুদে। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। গোটা ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। এই যুবকের সঙ্গে আর কে কে বা কারা জড়িত রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/Local News/
ভুয়ো সেনা জওয়ান ! সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা বুদবুদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল