পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ঝিলু এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। বেঙ্গল ফেথ হাসপাতালের উদ্যোগেই হল(bardhaman news) এই স্বাস্থ্য পরীক্ষা শিবির । বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করাতে পেরে খুশি হয়েছেন এলাকার মানুষজন।
এদিন প্রায় ১৫০ জন দুঃস্থ মানুষকে দেওয়া হয় বিনামূল্যে চিকিৎসা । মূলত এদিন করা হয় ই.সি.জি, সি.বি. জি, মাপা হয় ব্লাড প্রেসার , সুগার ইত্যাদি।
advertisement
এনিয়ে ঝিলু এক নং গ্রাম পঞ্চায়েতের প্রধান(bardhaman news) হায়দার সাফি জানান, " লকডাউন এর জেরে মানুষ বিভিন্ন জায়গায় চিকিৎসা করতে যেতে পারছেন না। সেই কারণে গ্রামের সাধারণ মানুষের কথা চিন্তা করে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হল। এলাকার মানুষের ভালই সাড়া। আগামীতে আবারও এই গ্রাম পঞ্চায়েতের বিনামূল্যে চিকিৎসার ব্যাবস্থা করা হবে। "
স্থানীয় বাসিন্দাদের মুকুর সেন, হাসিনা বিবিরা বলেন, আমরা খুব খুশি । এভাবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করার ব্যাবস্থা করে আমাদের মতো দুঃস্থদের অনেক উপকার করেছে পঞ্চায়েতের সদস্যরা(bardhaman news) । এছাড়াও তাঁরা ধন্যবাদ জানান বেঙ্গল ফেথ হাসপাতালের সদস্যদের। এরকম বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির যাতে গ্রামে আবারও হয় তার জন্য অনুরোধ করেন তাঁরা।
সাধারণতত আমরা কেউই স্বাস্থ্য পরীক্ষার দিকে নজর দিই না । বড় কোনও রোগ ব্যাধি বাঁধলে ছুটো ছুটি করি আমরা(bardhaman news)। এছাড়াও করোনা আবহে বহু মানুষ চিকিৎসা করাতে যেতে পারেননি দূর-দূরান্তে । ফলে এভাবে যদি সর্বত্র বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয় তাহলে উপকৃত হবেন সাধারণ মানুষ।
Malobika Biswas