অশোক বার ও গাড়িচালক বাবলু দত্তকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ জানতে পারেন দীনেশ সাহানি নামের ওই যুবককে সেনাবাহিনীর গার্ডের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে সেনাবাহিনীর নকল ডিপেন্ড কার্ড বানিয়ে দেওয়া হয়। এমনকি সেনায় চাকরি করার জন্য বন্ড পেপারেও সই করানো হয়। সেই দীনেশ সাহানিকে জানানো হয় তাঁর চাকরি পাকা হয়ে গেছে। মঙ্গলবার চাকরির স্থান পরিদর্শনের নাম করে দীনেশকে পানাগড় সেনা ছাউনির এক নম্বর গেটের সামনে নিয়ে আসা হয়।
advertisement
জানা গেছে, দীনেশ সাহানি উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা। কোলকাতায় রাজারহাটে তার মামার বাড়ি রয়েছে। মামার বাড়ি আসা যাওয়ার সূত্রে দক্ষিণ ২৪ পরগনার গড়িয়ার বাসিন্দা পীযূষ কান্তি ঘড়াই এর সঙ্গে তাঁর পরিচয় হয়। সেখানে দীনেশ সাহানিকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে মোটা অংকের রফা হয়। কথা ছিল চাকরিতে যোগ দেওয়ার পরই মোটা অংকের টাকা দেবে দীনেশ সাহানি।সেইমতো দীনেশ সাহানিকে কাজের জায়গা দেখানোর জন্য পীযুষ কান্তির সাগরেদ অশোক বার কোলকাতা থেকে বুদবুদে দীনেশ সাহানিকে নিয়ে এসে বুদবুদের এক প্রাক্তন সেনা কর্মীর গাড়ি ভাড়া করে পানাগড় সেনা ছাউনির গেটের সামনে নিয়ে আসে। পানাগড় সেনা ছাউনির আধিকারিকরা ও সেনা ছাউনির গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা অশোক বার ও গাড়ির চালক বাবলু দত্তকের বুদবুদ থানার পুলিশের হাতে তুলে দেয়। ইতিমধ্যেই বুদবুদ থানায় দীনেশ সাহানি প্রতারণার অভিযোগ দায়েরও করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই চক্রের সঙ্গে আর কেউ কারা জড়িত আছে তা জানতে ঘটনার তদন্তে নেমেছে বুদবুদ থানার পুলিশ।