ডেঙ্গু থেকে বাঁচতে জেলা প্রশাসনের তরফ থেকে আগেই নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। এই দিন দমদম পুরসভার তরফ থেকেও নেওয়া হল বিশেষ উদ্যোগ। এদিন সকালে পুরসভার ৯ নং ওয়ার্ডের বিভিন্ন অলিগলি ঘুরে ডেঙ্গু নিয়ে মানুষকে সচেতন করতে এক পদযাত্রা করা হয় (North 24 Parganas News), যেখানে নানারকম স্লোগান সহকারে ডেঙ্গু থেকে বাঁচতে কি কি করণীয় তা তুলে ধরা হয়। এর মধ্যে দিয়ে সাধারণ মানুষকে বোঝানো হয় মশারি টাঙিয়ে শুতে হবে, নইলে বিপদের সম্মুখীন হতে হবে। নোংরা আবর্জনা ফেলে রাখলে ডেঙ্গুর(Dengue) মশা জন্ম নেবে, যা থেকে বিপদ হতে পারে। এই ধরণের সচেতন বার্তা দিয়ে সুসজ্জিত এক পদযাত্রা করা হয়।
advertisement
পাশাপাশি এদিন এলাকায় মশার তেল, ধোঁয়া দেওয়া হয়। যাতে ডেঙ্গুর প্রাদুর্ভাব না হয় (North 24 Parganas News)। প্রসঙ্গত, এই দক্ষিণ দমদমে বর্ষার মরসুমে ডেঙ্গুর ব্যাপক প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। যার ফলে আগে থেকেই নড়েচড়ে বসেছে পুরসভা। এরপরই ওয়ার্ডে ওয়ার্ডে ডেঙ্গু সচেতন পদযাত্রার সিদ্ধান্ত নেয় পুরসভা। সেই অনুযায়ী এইদিন পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে ডেঙ্গু সচেতন পদযাত্রা করা হয় পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সুরজিৎ রায় চৌধুরীর তরফে। তিনি জানান, মানুষকে সচেতন করতে এই উদ্যোগ। মানুষকে আরও সচেতন হতে হবে তার জন্য তাদের এই প্রয়াস।
Ratul Banerjee