TRENDING:

North 24 Parganas News- ওমিক্রণ হানার মধ্যেই ডেঙ্গু নিয়ে মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ দক্ষিণ দমদম পুরসভার

Last Updated:

দমদম পুরসভার তরফ থেকেও নেওয়া হল বিশেষ উদ্যোগ। এদিন সকালে পুরসভার ৯ নং ওয়ার্ডের বিভিন্ন অলিগলি ঘুরে ডেঙ্গু নিয়ে মানুষকে সচেতন করতে এক পদযাত্রা করা হয়। যেখানে নানারকম স্লোগান সহকারে ডেঙ্গু থেকে বাঁচতে কি কি করণীয় তা তুলে ধরা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা : করোনা(Corona) মহামারীর কারণে স্তব্ধ হয়েছে গোটা জনজীবন। ইতিমধ্যেই করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণ নিয়ে চিন্তার ভাঁজ সরকারের। আজ দেশে ওমিক্রণ আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে তিনশোর বেশি। এই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রত্যেকটা রাজ্যকে সতর্ক করা হয়েছে। নতুন করে সর্তকতা অবলম্বন করছে প্রত্যেকটা রাজ্য। বড়দিন(Christmas) থেকে নতুন বছর, এই দিনগুলিতে উৎসবের মেজাজে সাধারণ মানুষ, কিন্তু তার মাঝে করোনাকে নিয়ে চিন্তায় প্রশাসন। ঠিক এরই  মাঝে ডেঙ্গু (Dengue) নিয়ে সর্তকতা জারি করেছে রাজ্য সরকার। ডেঙ্গুর প্রকোপে উত্তর ২৪ পরগনা(North 24 Parganas news) জেলায় বেশ কয়েকজন আক্রান্ত হয়েছে বলেও খবর। এমনকি মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের।
ডেঙ্গু সচেতনতা পদযাত্রা দক্ষিন দমদম পুরসভার নয় নম্বর ওয়ার্ডে।
ডেঙ্গু সচেতনতা পদযাত্রা দক্ষিন দমদম পুরসভার নয় নম্বর ওয়ার্ডে।
advertisement

ডেঙ্গু থেকে বাঁচতে জেলা প্রশাসনের তরফ থেকে আগেই নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। এই দিন দমদম পুরসভার তরফ থেকেও নেওয়া হল বিশেষ উদ্যোগ। এদিন সকালে পুরসভার ৯ নং ওয়ার্ডের বিভিন্ন অলিগলি ঘুরে ডেঙ্গু নিয়ে মানুষকে সচেতন করতে এক পদযাত্রা করা হয় (North 24 Parganas News), যেখানে নানারকম স্লোগান সহকারে ডেঙ্গু থেকে বাঁচতে কি কি করণীয় তা তুলে ধরা হয়। এর মধ্যে দিয়ে সাধারণ মানুষকে বোঝানো হয় মশারি টাঙিয়ে শুতে হবে, নইলে বিপদের সম্মুখীন হতে হবে। নোংরা আবর্জনা ফেলে রাখলে ডেঙ্গুর(Dengue) মশা জন্ম নেবে, যা থেকে বিপদ হতে পারে। এই ধরণের সচেতন বার্তা দিয়ে সুসজ্জিত এক পদযাত্রা করা হয়।

advertisement

পাশাপাশি এদিন এলাকায় মশার তেল, ধোঁয়া দেওয়া হয়। যাতে ডেঙ্গুর প্রাদুর্ভাব না হয় (North 24 Parganas News)। প্রসঙ্গত, এই দক্ষিণ দমদমে বর্ষার মরসুমে ডেঙ্গুর ব্যাপক প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। যার ফলে আগে থেকেই নড়েচড়ে বসেছে পুরসভা। এরপরই ওয়ার্ডে ওয়ার্ডে ডেঙ্গু সচেতন পদযাত্রার সিদ্ধান্ত নেয় পুরসভা। সেই অনুযায়ী এইদিন পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে ডেঙ্গু সচেতন পদযাত্রা করা হয় পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সুরজিৎ রায় চৌধুরীর তরফে। তিনি জানান, মানুষকে সচেতন করতে এই উদ্যোগ। মানুষকে আরও সচেতন হতে হবে তার জন্য তাদের এই প্রয়াস।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

Ratul Banerjee

বাংলা খবর/ খবর/Local News/
North 24 Parganas News- ওমিক্রণ হানার মধ্যেই ডেঙ্গু নিয়ে মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ দক্ষিণ দমদম পুরসভার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল