TRENDING:

North 24 Parganas News: জগদ্দলে ঘরে ঘরে হুমকি চিঠি, আতঙ্কিত এলাকাবাসী,তদন্তে পুলিশ

Last Updated:

অদৃশ্য খোলা চিঠিতে আসছে হুমকি, নাজেহাল এলাকার বাসিন্দারা। তদন্তে নেমেছে পুলিশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: চিঠিতে হুমকি! আতঙ্কে জগদ্দলের ৩০ নম্বর ওয়ার্ডের কয়েকটি পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ (North 24 Parganas News)৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কখনো জানালার কাঁচ ভেঙে দিয়ে যাচ্ছে, আবার কখনো বিছানা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, চিঠি দিয়ে ধর্ষণের হুমকিও দেওয়া হচ্ছে৷ কিন্তু এই ভূতুড়ে কাণ্ড কে বা কারা করছে, জানেন না এলাকার মানুষ৷
গোটা ঘটনার তদন্তে পুলিশ
গোটা ঘটনার তদন্তে পুলিশ
advertisement

অবশেষে পুলিশের দ্বারস্থ হন জগদ্দলের বাসিন্দারা(North 24 Parganas News)৷ তাঁরা পুলিশকে জানান, হুমকি চিঠিতে লেখা রয়েছে মহিলাদের মুখে অ্যাসিড মারা বা ধর্ষণ করার মতো হুমকি৷ শুধু তাই নয়, তাদের বাড়ির ছেলে মেয়েদেরও অপহরণ করা হবে বলে লেখা রয়েছে চিঠিতে। এতে রীতিমতো আতঙ্কিত ওই এলাকার বাসিন্দারা।

অভিযোগ, রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটছে খুন ধর্ষণের মতো ঘটনা। কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করতে বলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন আগে নৈহাটিতে এক নাবালিকাকে ধর্ষণের ঘটনা সামনে আসে। এবার জগদ্দল বিধানসভা ৩০ নম্বর ওয়ার্ডের শ্যামনগর নেহরু মার্কেট এলাকায় রীতিমতো চিঠি দিয়ে ধর্ষণ- অপহরণের হুমকি৷ কিন্তু কে বা কারা এসে বাড়িতে এই হুমকির চিঠি ফেলে যাচ্ছে, তা এখনও জানা যায়নি৷

advertisement

যদিও পুরো বিষয়টি নিয়ে ওয়ার্ড কাউন্সিলর সমর পাঠক বলেন, "আমি নিজে সবার সাথে কথা বলেছি। পরিবারকে সবরকম সাহায্যের কথাও জানিয়ে এসেছি। ঘটনাটি খুব নিন্দনীয়। প্রয়োজনে পুলিশ প্রশাসনের সাথে কথা বলব। বিষয়টি আমি নজরে রেখেছি।" তবে ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে জগদ্দল থানার পুলিশ৷

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/Local News/
North 24 Parganas News: জগদ্দলে ঘরে ঘরে হুমকি চিঠি, আতঙ্কিত এলাকাবাসী,তদন্তে পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল