দীর্ঘদিন পর অবশেষে বারাসত চাঁপাডালি তিতুমীর বাস স্ট্যান্ড থেকে চালু হল বাস পরিষেবা। বাস চালু হলেও যাত্রী সংখ্যা হাতে গোনা। কোভিড বিধি মেনে ৫০ শতাংশ যাত্রী সংখ্যা নিয়ে বাস চালানোর প্রচেষ্টা বাস মালিকদের। তবে কিছু বাস মালিকরা রাস্তায় প্রথমদিনই বাস নামায়নি। একে একে বারাসত চাঁপাডালি তিতুমীর বাস স্ট্যান্ড থেকে গন্থব্যের উদ্যেশ্যে রওনা কিন্তু সংখ্যায় বাস কম। সব মিলিয়ে প্রথমদিনে বাস পরিষেবা পুরনো ভাড়াতে চলতে শুরু করেছে। তবে তেলের দাম যে হারে বেড়েছে কতদিন তারা এই ভাড়াতে পরিষেবা দিতে পারবে তা নিয়ে প্রশ্ন তোলে বাস মালিক থেকে চালকেরা।
advertisement
বারাসত-বিগার্ডেন রুটের বাস চাঁপাডালি থেকে ১৫ মিনিট অন্তুর ছাড়া হচ্ছে। ট্রেন বন্ধ, যাত্রী বেশি হওয়ার কথা হলেও বাস চালক থেকে ইউনিয়ন সম্পাদকের দাবি, ট্রেন না চললে যাত্রী তেমন হয় না বাসে। বাস পরিষেবা চালু করার সাথে বাসের মধ্যে মাক্স, স্যানিটাইজার রাখা হয়েছে। বারাসত বি গার্ডেন রুটের সকল কর্মীরা ভ্যাকসিন এর প্রথম ডোজ নিয়েছেন। সমস্ত রকম কোভিড স্বাস্থ্য বিধি মেনেই যাত্রী পরিষেবা দিতে বাস নামিয়েছে বাস মালিকরা।
ঠিক তেমনি বারাসত চাঁপাডালি থেকে চৌমাথা অটো সার্ভিস চালু সকাল থেকেই। যাত্রী সংখ্যা যথেষ্ট কম। সেই ভাবেই অটো চালকেরা অটো নামিয়েছে রুটে, তবে রাস্তায় দেখা নেই যাত্রীর। তাই প্রায় এক ঘন্টা অন্তুর অটো চালাতে হচ্ছে এই রুটে। অনেক সময় যাত্রী অটোতে বসে ধৈর্য হারিয়ে চলে যাচ্ছে অন্য পরিবহনে। কোভিড বিধি মেনে সকলে মাক্স পরেই অটোতে উঠতে পারবে। আগের ভাড়াতেই অটো পরিষেবা দেওয়া হচ্ছে বলে জানান অটোচালকেরা। এতদিন সকাল ১০ টা পর্যন্ত অটো চলতো রুটে তবে আজ থেকে গোটা দিন অটো চলবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে। সেই অনুযায়ী রাস্তায় অটো নামানো হয়েছে তাদের পক্ষ থেকে। তবে দিন শেষে দেখার যাত্রী কেমন হচ্ছে। তার উপরই নির্ভর করছে আগামীদিনে কিভাবে অটো চলবে এবং কতটা লাভের মুখ দেখতে পাবে অটোচালক থেকে মালিকেরা।
রাতুল ব্যানার্জি