কর্ম হারিয়ে অনেকে হয়েছে বেকার বেছে নিয়েছে অন্য পথ। আর এই সমস্ত কিছু থেকে নতুন করে আবার পুরনো পরিবেশে ফিরতে ঠাকুরের সহায় সাধারণ মানুষ। করোনা থাকাতে অসুবিধার সম্মুখীন হয়েছে বিভিন্ন ক্ষেত্র তেমনি মৃৎশিল্পীদের অবস্থা ঠিক একই রকম। প্রতিবছর ভাদ্র সংক্রান্তিতে হয় এ বিশ্বকর্মা পুজো।
বিশ্বকর্মা পুজোর দিন বাড়িতে থাকা যন্ত্রপাতি, সরঞ্জামের প্রতি যত্নশীল হওয়া উচিত মনে করা হয় শাস্ত্র মতে। তবে এই নিয়ম ছাড়াও বহু প্রচলিত রয়েছে ঘুড়ি ওড়ানো। যা আজ বিলুপ্তির পথে। আর এই বিশ্বকর্মা পুজোর ভাসান এই হারিয়ে গেল এক শিশু।
advertisement
পাড়ার লোকজনের সঙ্গে বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন দিতে গিয়েছিল বছর চারেকের অংশু শাউ। কিন্তু সকলে বাড়ি ফিরে এলেও, অংশুর কোনও খোঁজ নেই। ভাটপাড়া থানার তিন নম্বর ওয়ার্ডের জগন্নাথ ঘাটের রবিবার বেলার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জগন্নাথ ঘাটে পাড়ার সকলের সঙ্গে খুদে অংশু বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন দিতে গিয়েছিল। সবাই ফিরে আসলেও ভাটপাড়ার রিলায়েন্স জুটমিল লাইনের নিজের বাড়িতে ফিরে আসেনি ছোট্ট অংশু।
ওইদিন গঙ্গায় ঘাটের সিঁড়ি থেকে অংশুর চটি পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, অংশু গঙ্গায় নামেনি। চারিদিকে খোঁজ করেও অংশুর কোনো সন্ধান না মেলায় পরিবারের পক্ষ থেকে ভাটপাড়া থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। ঠিক তার পরেই এদিন সকালে ভাটপাড়ার জগন্নাথ ঘাটেই অংশুর মরদেহ ভেসে ওঠে। পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশের অনুমান, সকলের অলক্ষে শিশুটি গঙ্গায় নেমে ডুবে গিয়েছে। খুদে অংশুর মৃত্যুতে শোকের ছায়া ভাটপাড়া রিলায়েন্স জুটমিল লাইনে।
রাতুল ব্যানার্জি