কিকি দেখবেন বেথুয়াডাহরি অভয়ারণ্যে:
কলকাতা থেকে ১৩৬ কিলোমিটার সড়ক পথে কম খরচে জঙ্গলে রাত্রিবাস করার আদর্শ ঠিকানা এটিই। বেথুয়াডহরি অভয়ারণ্যে( Bethuadahari Reserve Forest) মিলবে বিভিন্ন প্রজাতির পাখি, ময়ূর, হরিণ, ঘড়িয়াল, এবং সাথে শিশুদের মনোরঞ্জনের জন্য ছোট জলাশয়ে বোটের ব্যবস্থা। বেথুয়াডহরি অভয়ারণ্যে রাত্রিবাস করে পরদিনই কাছেপিঠে মায়াপুর অথবা মুর্শিদাবাদের হাজারদুয়ারি ঘুরে (Durga Puja Travel )আসতেই পারেন।
advertisement
কিভাবে যাবেন:
কলকাতা থেকে সড়ক পথে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে ৪ ঘণ্টার মধ্যে বেথুয়াডহরি পৌঁছানো সম্ভব। তাছাড়াও ধর্মতলা থেকে বহরমপুরগামী সরকারী ও বেসরকারী বাসে আসা সম্ভব ট্রেনপথে শিয়ালদা থেকে ভাগীরথী এক্সপ্রেসে বেথুয়াডহরি ( Bethuadahari Reserve Forest)স্টেশনে নেমে টোটো বা রিক্সায় ৭ মিনিটেই অভয়ারণ্যে পৌঁছানো যাবে। সম্প্রতি ৩৪ নং জাতীয় সড়কের মেরামতের কারণে সড়কপথে (Durga Puja Travel )খানিকটা সময় বেশি লাগার সম্ভাবনা রয়েছে।
কোথায় থাকবেন:
বেথুয়াডহরি ( Bethuadahari Reserve Forest)অভয়ারণ্যের মধ্যেই বেদুইন নামে দুটি কটেজ আছে যা বুক করতে হয় পর্যটন বিভাগের মাধ্যমে। অনলাইনেও বুকিং করা যেতে পারে অভায়ারণ্য রাত্রি বাস করার জন্য। অভয়ারণ্যের কাছেপিঠে বানবিতান(Durga Puja Travel ) নামে বেসরকারি লজ একটি রয়েছে।
খরচ কত :
বেদুইন গেস্ট হাউসে সরকারি( Bethuadahari Reserve Forest) ভাবে বুকিং করতে পারলে বিশেষ করে সরকারী চাকুরিজীবীদের ক্ষেত্রে এসি ঘর ২ থেকে ৩ জন থাকার মতো ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যে। অনলাইনে বুক করতে খরচ ৯০০ টাকার মতো।বে সরকারি লজ যার ভাড়া প্রতিদিন ৮০০ থেকে ১০০০ এর মধ্যে। তবে বেথুয়া ডহরি অভয়ারণ্যের মধ্যে রাত্রিবাস করে সেখানে ঢাকা কর্মীরাই রান্নার ব্যবস্থা করে দেয়। আপনার পছন্দমত মেনু নিজেরাই তৈরি করে দেবে খরচ অনুযায়ী। তাছাড়া আপনি আপনার পছন্দসই খাবারের সরঞ্জাম নিয়ে গেলে বেদুইনে থাকা কর্মীরা রান্না করে দেবে আপনাকে। শুধু গ্যাসের রান্নার খরচ এবং রাঁধুনির খরচ দিলেই তা সম্ভব। তাহলে দেরি কিসের, এইবার পুজোতে (Durga Puja Travel )শহরের ভীড় যানজট এড়িয়ে পরিবারের সঙ্গে ঘুরে আসতেই পারেন বেথুয়াডহরি অভয়ারণ্যতে!
Mainak Debnath