কৃষ্ণনগরে (krishnanagar) জয়ন্ত সাহা প্রথম থেকেই তৃণমূল যুব কংগ্রেসের জেলা নেতৃত্ব হিসাবে ছিলেন। পরবর্তীকালে তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতির দায়িত্বভার সাংগঠনিক দক্ষতার সাথে সামলেছিলেন। এরপর নির্বাচন পরবর্তী সময় ফের রাজ্যের ক্ষমতায় ফিরে আসে তৃণমূল। এরপর আগামী দিনে জেলা সংগঠনকে আরো মজবুত করে তুলতে তৃণমূলের নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে দল মনোনীত করে তাকে।
advertisement
কর্মসূত্রে জয়ন্তবাবু নবদ্বীপ বঙ্গবাণী জিএসএফপি স্কুলে সহ শিক্ষক(teacher) হিসাবে নিযুক্ত রয়েছেন। তারই সুবাদে বৃহস্পতিবার দুপুরে নবদ্বীপ (nabadwip) বড়ালঘাটের সংলগ্ন স্পোর্টিং ক্লাব ভবনে আনুষ্ঠানিকভাবে তাঁকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় নবদ্বীপ উত্তর চক্রে কর্মরত তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্য শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে।
এইদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা সহ নবদ্বীপ পৌরসভা প্রশাসক বিমান কৃষ্ণ সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন নবদ্বীপ উত্তর চক্র তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের শিক্ষক নেতৃত্ব সহ অন্যান্য সদস্য-সদস্যাবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকাগণ। শিক্ষক রাজনীতির মধ্যে দিয়ে আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরো শক্ত করতে এই দিনের সংবর্ধনা অনুষ্ঠান মঞ্চ থেকে শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে বার্তা দেন জয়ন্ত সাহা। এছাড়াও যেকোনো পরিস্থিতিতে সব সময় তিনি শিক্ষক-শিক্ষিকাদের পাশে থাকবেন বলেও আশ্বাস দেন জয়ন্ত বাবু।
Mainak Debnath