TRENDING:

Bengali News| Nadia: কৃষকদের জন্য চালু হল কৃষক স্পেশাল ট্রেন

Last Updated:

ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে (Shantipur) শুভ সূচনা করেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার (BJP MP Jagannath Sarkar)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শান্তিপুর: করোনার (COVID19) জন্য সরকার থেকে জারি করা হয়েছিল লকডাউন (lockdown)। দেশে করোনার প্রকোপ কমতেই লকডাউন তুলে নেয় সরকার। তবে এখনও রয়ে গিয়েছে কিছু বিধিনিষেধ। বাজার হাট দোকানপাট খুললেও খোলেনি স্কুল কলেজ। সেই সঙ্গে লোকাল ট্রেন রয়েছে দীর্ঘদিন যাবৎ বন্ধ (Local train not running for coronavirus)। এমতাবস্থায় নিত্যযাত্রীদের (daily passengers problem) অসুবিধা দিনের পর দিন বেড়েই চলেছে। সেই সঙ্গে অসুবিধায় পড়েছে কৃষকেরা। কৃষকেরা বিভিন্ন কাঁচামাল নিত্যদিন নিয়ে যেত ট্রেনে করে। লকডাউনে লোকাল ট্রেন বন্ধ থাকায় অসুবিধার মধ্যে পড়তে হয়েছে তাদের। ফলে শাকসবজি থেকে কাঁচামাল এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে লেগে যাচ্ছে দ্বিগুণ ভাড়া (farmers cannot bring vegetable)।
advertisement

আরও পড়ুন Visva Bharati university | Bolpur News: কোন পথে বিশ্বভারতীর পড়ুয়াদের আন্দোলন? তিনদিন ধরে ঘেরাও উপাচার্যের বাসভবন

কৃষকদের অসুবিধার কথা মাথায় রেখেই কৃষকদের জন্য কৃষক স্পেশাল ট্রেনের (Special train for farmers)  আনুষ্ঠানিকভাবে শুভসূচনা শান্তিপুর স্টেশনে (Shantipur station)। উল্লেখ্য, গত কয়েক মাস আগে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ রেল দপ্তরে একটি চিঠি করেছিলেন কৃষকদের জন্য স্পেশাল ট্রেন চালু করার দাবিতে। আজ, সোমবার, তার আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হল শান্তিপুর স্টেশন থেকে। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার জানান, কৃষকদের কথা মাথায় রেখেই এই চিন্তা ভাবনা তার। কারণ লোকাল ট্রেনে ভেন্ডর বগিতে করে কৃষকদের এতদিন যাতায়াত করতে হতো জেলার বিভিন্ন প্রান্তে। যার কারণে খুবই উদ্বেগের মধ্যে পরত কৃষকরা। কৃষকদের পক্ষ থেকে আমাকে মৌখিকভাবে জানানো হয়েছিল। এরপরেই আমি তৎপর হয়ে রেল দপ্তরে (Indian Railways) একটি চিঠি করেছিলাম। রেলের পক্ষ থেকে তার সারা মেলায় এখন তা বাস্তবায়িত হল। আমি রেল দপ্তরের কাছে খুবই কৃতজ্ঞ বলে মনে করছি কারণ কৃষকদের কথা মাথায় রেখেই রেল দপ্তর যে চিন্তাভাবনা করেছে তা খুবই প্রশংসনীয়। এদিন কৃষক স্পেশাল ট্রেনের শুভ উদ্বোধনের অনুষ্ঠানে শান্তিপুর রেলস্টেশনে উপস্থিত ছিলেন রেলের উচ্চপদস্থ আধিকারিক সহ রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ জগন্নাথ সরকার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

রেল সূত্রে খবর, আজ, সোমবার, আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলেও কয়েকদিনের মধ্যেই এই কৃষক স্পেশাল ট্রেন পুরোপুরি চালু হবে (Farmers special train to start soon)। আপাতত গেদে স্টেশন থেকে শিয়ালদহ এবং শান্তিপুর থেকে শিয়ালদহ এই দুই রুটে চলবে কৃষক স্পেশাল ট্রেন।

বাংলা খবর/ খবর/Local News/
Bengali News| Nadia: কৃষকদের জন্য চালু হল কৃষক স্পেশাল ট্রেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল