এর আগে কৃষ্ণনগরের ঘূর্ণি থেকে ঠাকুর গিয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। ঠিক তেমনই এবার কৃষ্ণনগরের শোলার সাজ, দুর্গার মুকুট পাড়ি দিচ্ছে আমেরিকাতে।করোনা আবহে দুবছর তেমন কাজ হয়নি। প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল কৃষ্ণনগরের ডাক ও শোলা শিল্পীদের। এবছর অনেক আশা নিয়ে তৈরি করেছে সাড়ে দশ ফুটের দুর্গা মুকুট যা শোভাবাজারের একটি দুর্গাপুজোর প্রতিমার মাথায় শোভা পাবে।
advertisement
শুধু তাই নয় কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী শোলার মুকুট পাড়ি দেবে আমেরিকাতেও। সেখানেও বাঙালিরা দুর্গাপুজোয় কৃষ্ণনগরের শোলার মুকুটের বরাত দিয়েছে। করোনায় (coronavirus) থাবা বসিয়েছে ডাক ও সোলা শিল্পীদেরও। করোনার করালগ্রাসে প্রাণ হারিয়েছিলেন কৃষ্ণনগরের ডাক শিল্পী আশীষ বাগচী। নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির মৃৎশিল্পের যেমন জগৎজোড়া খ্যাতি, ঠিক তেমনই কৃষ্ণনগরের ডাক সাজের দুর্গা মুকুট থেকে শুরু করে দেবদেবীর বিভিন্ন সাঁজ সজ্জাও বেশ খ্যাতি অর্জন করেছে।
পুজোর(durga puja 2021) আর বেশি দেরি নেই, তাই যুদ্ধকালীন তৎপরতায় নাওয়া-খাওয়া ফেলে কাজে ব্যস্ত ডাক ও সাজ শিল্পীরা। কলকাতার কুমোরটুলিতে প্রতিমা তৈরি করলেও প্রতিমার মাথায় যে মুকুট শোভা পাবে তা তৈরি কৃষ্ণনগরে। আর তাই শোভাবাজারের দেবী দুর্গা ও তার সন্তানদের জন্য সাজ সজ্জা তৈরি হচ্ছে নদিয়ার কৃষ্ণনগরে। বাগবাজারের একটি পুজোর প্রতিমার মাথায় সাড়ে দশ ফুট উচ্চতার মুকুট উঠবে আর সেটি কলকাতার সেরা এবং সর্ববৃহৎ দেবী দুর্গার মুকুট হিসেবেই দাবি করছে কৃষ্ণনগরের ডাক শিল্পীরা। এরই পাশপাশি শোলার সাজের কাজ সুদূর আমেরিকাতে পাড়ি দেবে। আর তার শেষ বেলার প্রস্তুতি চলছে রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগরে।
Mainak Debnath