এই পেগাসাস সফটওয়্যার এর জেরে দেশের রাজনৈতিক মহল উথাল পাতাল। অভিযোগ এসেছে বিভিন্ন রাজনৈতিক নেতা থেকে শুরু করে ৪০ জনেরও বেশি সাংবাদিক, শিল্পপতি, বিচারপতি ইত্যাদি দেশের প্রভাবশালী লোকেদের ফোন হ্যাক করেছে এই পেগাসাস সফটওয়্যার। বিরোধী দলের অভিযোগ সরকারের বিরুদ্ধেই। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্র সরকার। পেগাসাস এর বিরুদ্ধে দেশ তথা রাজ্যের বিভিন্ন এলাকায় চলছে বিভিন্ন আলোড়ন।
advertisement
ঠিক তেমনই কেন্দ্রীয় সরকার ইজরাইল এর এই সংস্থা পেগাসাসের মাধ্যমে রাহুল গান্ধি সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বদের ব্যক্তিগত মোবাইল ফোনে অনৈতিকভাবে নজরদারি করছে বলেও অভিযোগ উঠছে।এই ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে নদিয়ার কৃষ্ণনগরে প্রতিবাদ ও বিক্ষোভ দেখায় নদিয়া জেলা কংগ্রেস কমিটির সদস্যরা। এই দিন দুপুরে কৃষ্ণনগর শহরের রাজপথে নেমে শহর প্রদক্ষিণ করার মধ্য দিয়ে প্রতিবাদ বিক্ষোভ পদযাত্রা করেন কংগ্রেস কর্মী সমর্থকরা। অবিলম্বে কেন্দ্রীয় সরকার মদতপুষ্ট পেগাসাসের কার্যকলাপ বন্ধ না হলে আগামী দিনে আরও বৃহৎ আন্দোলনের পথে হাঁটবে কংগ্রেস বলে এই দিনের প্রতিবাদ বিক্ষোভ পথসভা থেকে জানান নদিয়া জেলা কংগ্রেস কমিটি নেতৃত্ব।
Mainak Debnath