করোনার তৃতীয়(coronavirus) ঢেউ আছড়ে পড়ার আশংকা ইতিমধ্যে বেড়েই চলেছে। সেই কারণে বাউল গানের মধ্যে দিয়ে সচেতনতা প্রচার রাষ্ট্রপতি সম্মানপ্রাপ্ত বাউল শিল্পী স্বপন দত্তর। জানা যায় বিখ্যাত বাউল শিল্পীর বাড়ি বর্ধমান জেলায়। করোনার প্রথম ঢেউ ও দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছিল সারাদেশে। তখন সাধারণ মানুষকে সচেতন করতে বেরিয়ে পড়েন তিনি। রাজ্যের বিভিন্ন জায়গায় বাউল গানের মধ্যে দিয়ে প্রচার অভিযান চালান বাউল শিল্পী স্বপন দত্ত (Swapan Dutta) । এবারও করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশংকা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করেন তিনি। নদিয়ার (Nadia) শান্তিপুরের বিভিন্ন বাজার সহ রাস্তার গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে করোনার সচেতনতার গান গাইলেন রাষ্ট্রপতি সম্মানপ্রাপ্ত বাউল শিল্পী। এছাড়াও বিভিন্ন যানবাহনের যাত্রীদেরকেও সচেতন করলেন বাউল গানের মধ্যে দিয়ে।
advertisement
শিল্পী স্বপন দত্ত জানান, করোনার(coronavirus) তৃতীয় ঢেউ যদি আছড়ে পড়ে তাহলে সব থেকে বেশি সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা শিশুদের মধ্যে। তাই সাধারণ মানুষকে সচেতন করতেই রাস্তায় ঘুরে ঘুরে আমার এই বাউল গানের মধ্যে দিয়ে সচেতনতা প্রচার, যাতে মানুষ সতর্ক হতে পারে এছাড়াও মুখে মাস্ক পরে। আমি বাউল গানের মধ্য দিয়ে সবাইকে সচেতন করছি, মুখে মাস্ক পড়তে এবং দূরত্ব বজায় রাখতে অনুরোধ করছি। কারন আপনাদের মধ্যে নতুন করে কেউ যদি করোনায় আক্রান্ত হন তাহলে আপনার পরিবারের শিশুরা আক্রান্ত হবে। আপনারা সুরক্ষিত থাকলেই শিশুরাও সুরক্ষিত থাকবে আগামী প্রজন্মের ভবিষ্যৎ শিশুরাই।
Mainak Debnath