বৈষ্ণব ও শাক্তের মিলন স্থল এখন নবদ্বীপ। মানুষের হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবী পূজিত হয় নবদ্বীপের রাসে। নবদ্বীপের রাস এলেই দেখা যাবে দেবদেবীর বিভিন্ন রূপ। ছোট-বড় মিলিয়ে কমপক্ষে ২৫০ বেশি পুজো হয়ে থাকে নবদ্বীপের রাসে। কালির বিভিন্ন রূপ থেকে শুরু করে ভক্তের ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন, মহিষমর্দিনী মাতা, গৌরাঙ্গিনী মাতা, গঙ্গা মাতা থেকে শুরু করে ভারতমাতা বিভিন্ন দেবদেবীর পূজিত হন নবদ্বীপের রাসে। প্রথা অনুযায়ী পূর্ণিমা তিথিতে সমস্ত দেব দেবীর পুজো হয়ে থাকে নবদ্বীপে। আগামীকাল বিসর্জন বা আড়ং। করোনা আবহে বিভিন্ন পূজার মত নবদ্বীপের রাসেও কাটছাঁট করা হয়েছে। করোনাকে মান্যতা দিয়ে আড়ং বা শোভা যাত্রায় জনসমাগমে বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন। প্রতিবারের মত এবারে রাসের জৌলুস না থাকলেও নিয়ম ও রীতি মেনে সমস্ত পুজো হচ্ছে।
advertisement
নবদ্বীপের রাসের অন্যতম জাগ্রত দেবী বড় শ্যামার পুজো শুরু হল আজ রীতি ও প্রথা অনুযায়ী। সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করেন তিনি আর তাই নবদ্বীপের ঐতিহ্যপূর্ণ জাগ্রত দেবী বড় শ্যামা পুজো দিতে সাধারণ ভক্তদের ভিড় তীর্থ নগরী নবদ্বীপে। সকলেই পুজোর ডালি নিয়ে কোভিদ বিধি কে মান্যতা দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুজো দিতে এসেছেন বড় শ্যামার কাছে।