অন্যদিকে, জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত রঘুনাথগঞ্জ থেকে সাত সকালে তাজা বোমা উদ্ধার করেছে(Murshidabad News) । রঘুনাথগঞ্জ থানার ২ নম্বর সেকেন্দ্রা অঞ্চলে, ঘোষ পাড়া গ্রামে ১৩টি তাজা বোমা উদ্ধার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ইতিমধ্যেই ওই এলাকায় নজরদারি জারি রেখেছে পুলিশ। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়ছে বোম স্কোয়াডকে। আশেপাশের মানুষজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাওকে গ্রেফতার করা হয়নি বলে জানা গাছে।
advertisement
জেলার খড়গ্রাম থানার রতনপুর গ্রাম থেকে রবিবার রাতে একটি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ প্রশাসন। মুর্শিদাবাদ জেলা পুলিশ জানিয়েছে, ধৃতের নাম লখিরুল সেখ। বাড়ি খড়গ্রাম থানার অন্তর্গত রতনপুর গ্রামে। ধৃতের বিরুদ্ধে 25 (i) a আর্মস অ্যাক্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতে রাখার আবেদন জানিয়ে সোমবার কান্দি মহকুমা আদালতে বিচারক ভাস্কর মজুমদার এজলাসে তোলা হলে, বিচারক সমস্ত কিছু বিবেচনা করে ধৃতকে তিন দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। কি কারণে এই আগ্নেয়াস্ত্র মজুত করে রাখা হয়েছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
উল্লেখ্য, বগটুই কান্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর মুর্শিদাবাদ জেলা জুড়ে উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র ও বোমা। মুর্শিদাবাদ জেলাতে গত চব্বিশ ঘণ্টায় বিশাল পরিমাণ তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলা জুড়ে। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
Koushik Adhikary