প্রসঙ্গত উল্লেখ্য, এই পঞ্চমুখী শিব মন্দিরের গর্ভগৃহ ছাড়াও আরও মোট বারোটি শিব মন্দির রয়েছে অর্থাৎ দ্বাদশ শিবলিঙ্গ এই পঞ্চমুখী শিব মন্দিরে রয়েছে (Murshidabad News)। মন্দিরের সেবায়েত এর দাবি, তীর্থক্ষেত্র দর্শন করলে যে পূণ্য হয় এই শিবমন্দিরে এলে একই পূণ্য অর্জন করে ভক্তরা। চিরাচরিত প্রথা অনুযায়ী আজও এই বাঘডাঙ্গা পঞ্চমুখী শিব মন্দিরে প্রতিদিন আড়ম্বরের সাথে পুজো হয়ে আসছে। প্রতিদিন এই শিব মন্দিরে বহু দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম হয়। গাছপালায় ঘেরা মনোরম পরিবেশে এই শিব মন্দিরে যুগ যুগ ধরে একইরকমভাবে ভক্তদের বিশ্বাসে পুজো হয়ে আসছে।
advertisement
বর্তমানে ডেভলপমেন্ট অফ কান্দি টুরিজম সার্কিট ইন মুর্শিদাবাদ ডিসটিক সি এফ এ প্রজেক্টের অধীনে রয়েছে এই মন্দির। মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই বহু দুর দুরন্ত থেকে সাধারণ মানুষ ও বিশেষ করে মহিলারা পুজো দিতে ভিড় করেছেন। শিবরাত্রি উপলক্ষে আলোক সজ্জা ফুটিয়ে তোলা হয়েছে সমগ্র মন্দির চত্বর।এক ভক্ত জানান, "আমি প্রতিবছর এই শিবরাত্রিতে চার প্রহর জল ঢালার জন্য এই মন্দিরে আসছি। এবছর ও আমার ব্যাতিক্রম হয়নি। শুধু মুর্শিদাবাদ জেলা নয়, পার্শ্ববর্তী জেলা বীরভূম জেলা থেকেও ভক্তরা আসেন মনস্কামনা নিয়ে পুজো দিতে।"
Koushik Adhikary