TRENDING:

মানবসেবায় মাড়োয়ারি যুব মঞ্চের নয়া শাখা শিলিগুড়িতে

Last Updated:

মানবসেবায় মাড়োয়ারি যুব মঞ্চের নয়া শাখা শিলিগুড়িতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি: করোনাকালে সাধারণ মানুষের সেবার উদ্দেশ্যে অখিল ভারতীয় মাড়োয়ারি যুব মঞ্চের তরফে লাগাতার সদস্য সংখ্যা বাড়ানো হচ্ছিল। পশ্চিমবঙ্গ-সিকিম প্রান্তীয় মাড়োয়ারি যুব মঞ্চের অন্তর্গত ১৪টি নতুন শাখার গঠন করা হয়। নতুন শাখাগুলির মধ্যে এদিন শিলিগুড়ি শাখা দ্বারা মাড়োয়ারি যুব মঞ্চ \'শিলিগুড়ি প্রফেশনালস\' শাখার গঠন করা করে। তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতেই এই সংগঠন।
advertisement

শিলিগুড়ি শাখা সংগঠনের সভাপতি মনোজ আগরওয়াল জানান, প্রফেশনালস শাখার সভাপতি হিসেবে শিক্ষক সন্দীপ ঘোষালকে নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে সম্পাদক হিসেবে সাংবাদিকতার সঙ্গে যুক্ত সঞ্জয় শর্মা এবং চার্টাড অ্যাকাউন্টেট রাহুল তেমানিকে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়েছে।

নবগঠিত প্রফেশনালস শাখার সভাপতি সন্দীপ ঘোষাল বলেন, \'নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে এই প্রফেশনালস শাখার গঠন করা হয়। ১৮ - ৪০ বছরের মোট ২১ জন তরুণতুর্কীদের নিয়ে পথ চলা শুরু করেছে এই শাখা।\' তিনি বলেন, \'আমাদের লক্ষ্য সমাজে সচেতনতা আরও বৃদ্ধি করা। ভ্যাক্সিনেশন থেকে শুরু করে সমাজে এখনো এমন মানুষ আছে যারা নিজেরা ফর্মটুকু ফিলাপ করতে পারেন না। আমরা সেই রুট স্তরে নেমে কাজ করতে চাই। আর যে তুই প্রফেশনাল শাখায় সবাই তরুণ এবং তরুণী, তাই তাদেরকে উৎসাহিত করতে আমরা বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করব।\'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

এদিন সংগঠনের সম্পাদক সঞ্জয় শর্মা বলেন, \'শিলিগুড়ি তথা উত্তরবঙ্গে এহেন উদ্যোগ প্রথম। আমাদের এই সংগঠনের মূল উদ্দেশ্য তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়া। তাঁদের সামাজিক কাজকর্মের উদ্বুদ্ধ করা। বিভিন্ন ফিল্ডের তরুণ প্রজন্মের প্রফেশনালস\'রা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আমাদেরকে সাহায্য করছেন। আগামী কিছুদিনের মধ্যেই দশম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ক্যারিয়ার কাউন্সেলিংয়ের মাধ্যমে আমরা সংগঠনের পথচলা শুরু হবে। আমরা শুকনো খাবারবিলির সঙ্গে বিভিন্ন সচেতনতা শিবিরের আয়োজন করব, যা সময়োপযোগী পদক্ষেপ হবে।\'

advertisement

বাংলা খবর/ খবর/Local News/
মানবসেবায় মাড়োয়ারি যুব মঞ্চের নয়া শাখা শিলিগুড়িতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল