শিলিগুড়ি শাখা সংগঠনের সভাপতি মনোজ আগরওয়াল জানান, প্রফেশনালস শাখার সভাপতি হিসেবে শিক্ষক সন্দীপ ঘোষালকে নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে সম্পাদক হিসেবে সাংবাদিকতার সঙ্গে যুক্ত সঞ্জয় শর্মা এবং চার্টাড অ্যাকাউন্টেট রাহুল তেমানিকে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়েছে।
নবগঠিত প্রফেশনালস শাখার সভাপতি সন্দীপ ঘোষাল বলেন, \'নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে এই প্রফেশনালস শাখার গঠন করা হয়। ১৮ - ৪০ বছরের মোট ২১ জন তরুণতুর্কীদের নিয়ে পথ চলা শুরু করেছে এই শাখা।\' তিনি বলেন, \'আমাদের লক্ষ্য সমাজে সচেতনতা আরও বৃদ্ধি করা। ভ্যাক্সিনেশন থেকে শুরু করে সমাজে এখনো এমন মানুষ আছে যারা নিজেরা ফর্মটুকু ফিলাপ করতে পারেন না। আমরা সেই রুট স্তরে নেমে কাজ করতে চাই। আর যে তুই প্রফেশনাল শাখায় সবাই তরুণ এবং তরুণী, তাই তাদেরকে উৎসাহিত করতে আমরা বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করব।\'
advertisement
এদিন সংগঠনের সম্পাদক সঞ্জয় শর্মা বলেন, \'শিলিগুড়ি তথা উত্তরবঙ্গে এহেন উদ্যোগ প্রথম। আমাদের এই সংগঠনের মূল উদ্দেশ্য তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়া। তাঁদের সামাজিক কাজকর্মের উদ্বুদ্ধ করা। বিভিন্ন ফিল্ডের তরুণ প্রজন্মের প্রফেশনালস\'রা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আমাদেরকে সাহায্য করছেন। আগামী কিছুদিনের মধ্যেই দশম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ক্যারিয়ার কাউন্সেলিংয়ের মাধ্যমে আমরা সংগঠনের পথচলা শুরু হবে। আমরা শুকনো খাবারবিলির সঙ্গে বিভিন্ন সচেতনতা শিবিরের আয়োজন করব, যা সময়োপযোগী পদক্ষেপ হবে।\'