নিত্যপ্রয়োজনীয় জিনিসের এইভাবে মূল্যবৃদ্ধির দাম চোকাতে গিয়ে নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে সমস্যায় পড়ছেন মধ্যবিত্ত শ্রেণীর মানুষজন। অন্যদিকে ক্রেতারাও বলছেন, তারা নিরুপায়। বিভিন্ন কারণে অগ্নিমূল্য হয়েছে সবজি বাজার। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, কারণ পাইকারি মূল্য বেড়েছে। তাই সাধারণ মানুষের পকেটের ছ্যাঁকা লাগলেও, বাড়তি দাম দিয়ে জিনিস কিনতে হচ্ছে। দামের ঠেলায় বাজারমুখী হতে ভয় পাচ্ছেন, নিত্য বাজার করতে অভ্যস্ত মানুষজন। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল-দুর্গাপুর-সহ বিভিন্ন এলাকার বাজারগুলিতে একই ছবি। বাজার করতে আসছেন অনেকেই। তবে ব্যাগভর্তি জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরছেন কম মানুষই।
advertisement
আসানসোল দুর্গাপুর এর বিভিন্ন সবজি বাজারে গিয়ে দেখা গিয়েছে নিত্যপ্রয়োজনীয় বেশিরভাগ সবজির দাম বেড়েছে অনেকটাই পুজোর আগে যে সমস্ত সবজির দাম ৬০-৭০ টাকার মধ্যে ছিল সেই সমস্ত সবজি চলতি সপ্তাহে বিকোচ্ছে ৮০-৯০ টাকা কেজি দরে পটল মুলো শিম বেগুন সহ একাধিক সবজির দাম আকাশছোঁয়া আলুর দাম এখনও পর্যন্ত কমার কোনও লক্ষণ নেই বিক্রেতারা বলছেন চলতি বছরে লাগাতার বৃষ্টিপাতের পরিমাণ সবজি চাষে ক্ষতি হয়েছে প্রচুর সবজি মাঠে পচে নষ্ট হয়ে গিয়েছে তাই সবজির যোগানে টান পড়েছে অনেকটা স্থানীয় যে সমস্ত ব্যবসায়ীরা শব্দ গান চালিয়ে যান তাদের ঘাড়ে মজুদ করে রাখা সবজি পরিমাণ অনেকটাই কম থাই যোগানে টান হওয়ার ফলে সব সবজির দাম বেড়েছে এক ধাক্কায় পাশাপাশি নিত্য পেট্রোল-ডিজেলের ব্যাপকহারে মূল্যবৃদ্ধি নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাজারে প্রভাব ফেলেছে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার ফলে পরিবহনের খরচ বেড়েছে সব মিলিয়ে মূল্যবৃদ্ধির ঠেকা পড়ছে সাধারণ মানুষের পকেট এ।
অন্যদিকে, ক্রেতারা বলছেন, নিত্যপ্রয়োজনীয় বাজার করতে এসে নাজেহাল হচ্ছেন মানুষ। নিত্য প্রয়োজনীয় জিনিসের এত বেশি দাম দিতে গিয়ে পকেটে টান পড়ছে। তাই তাদের সরকারের কাছে আবেদন, যাতে প্রশাসন দ্রুত এই নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাজারের মূল্যবৃদ্ধির ওপর হস্তক্ষেপ করে। তবেই কিছুটা সুরাহা মিলতে পারে সাধারণ মানুষের। বাজার করতে এসে যে পরিমাণ মূল্য মানুষকে চোকাতে হচ্ছে, তার জেরে অনেকেই বিব্রত হচ্ছেন। দীর্ঘ লকডাউনের পর এত বাজার করতে গিয়ে সমস্যায় পড়ছেন মানুষ। সে জন্য সরকারি পদক্ষেপের দাবি করছেন ক্রেতারা।






