২০১৫ সালে বিশ্ব নাট্য দিবসের বক্তৃতা করেছেন পোল্যান্ডের নাট্যবিদ ক্রিস্তফ ওয়ারলিকাউস্কি, যিনি ওয়ার্শ-র Nowy Teatr (নিউ থিয়েটার)-এর শিল্পনির্দেশক এবং নতুন ধারার নাট্যপরিচালক হিসেবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন। এদিকে পশ্চিমবঙ্গে নাটক নিয়ে চর্চা রয়েইছে। শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, এই চর্চা উত্তরবঙ্গেও। শুধু প্রচারের অভাবে কোথাও যেন হারিয়ে যেতে বসেছে এই চর্চা ও নাটক।
advertisement
বিশ্ব নাট্য দিবসে প্রয়াত শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে তাঁর রচিত নাটক 'সেরিবা সেরিবান' প্রযোজনা করে শিলিগুড়ি বনমালা নাট্যগোষ্ঠী। নাট্য দিবস উপলক্ষে শিলিগুড়ির চার্চ রোড লাগোয়া মডেলা কেয়ারটেকার সেন্টার ও স্কুল (modella caretaker centre and school) -এ এই আয়োজন করা হয়। শিলিগুড়ি বনমালা আয়োজিত এই অনুষ্ঠানে স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি সহযোগিতা করে অ্যাসোসিয়েশন ফর কনসার্ভেশন অ্যান্ড ট্যুরিজম (act)।
এছাড়াও এদিন বিভিন্ন নাট্যগোষ্ঠী যেমন হলদিবাড়ি কোলাজ, শিলিগুড়ি এনসেম্বেল, উত্তরী হাওয়ার নাটক এই অনুষ্ঠানে অন্য মাত্রা এনে দেয়। শিলিগুড়ি বনমালা নাট্যগোষ্ঠীর তরফে বিশ্বজিৎ রায় বলেন, 'এক বছর ধরে বিখ্যাত শিল্পী অজয় সরকারের তত্ত্বাবধানে চলবে ওয়ার্কশপ (workshop)। আমরা চাই উত্তরের নাটক ও উত্তর থেকে নাট্যকর্মীরা প্রচারের আলোয় আসুক। আমরা ছোটদের নিয়ে বিভিন্ন নাটকের আয়োজন করে থাকি বছরভর। থিয়েটারের সঙ্গে যুক্ত মানুষরা দেশের জন্য বিভিন্ন সময়ে অবদান রেখে গিয়েছেন। আমরা চাই এই সংস্কৃতি বহাল থাকুক।'





