এদিন সে বলে, 'পরীক্ষাগুলো ভালোই হচ্ছে, উকিল হতে চাই। কিন্তু ওই যে রক্ত নিতে হয় বার বার।' অন্যান্য দিনের মতোই এদিন জলপাইগুড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ধাপগঞ্জের স্বর্ণদীপ দে, পরীক্ষা দিয়ে হাসি মুখেই জানালো, ইংরেজি পরীক্ষা ভালো হয়েছে। তবে নিজের অসুখ নিয়ে জানতে চাইলে সে বলে ওঠে, 'আমার থ্যালাসেমিয়া। বাবা নেই। অনেক অভাব। তারপর বারবার রক্ত নিতে হয়।' এক নিঃশ্বাসে এই কথাগুলো বলে যায় ছেলেটি। শুধু এটুকুই নয়, এও বলে যে বড় হয়ে আইনজীবী হতে চায় সে।
advertisement
অপরদিকে, এই স্কুলের সহকারি প্রধান শিক্ষক সুব্রত চক্রবর্তী জানালেন, ও খুবই ভালো লিখছে পরীক্ষায়, তবে ওর অসুখটা নিয়েই সমস্যা। তিনি বলেন, 'গরীব ঘরের সন্তান। আমরা সবদিক থেকেই স্বর্ণদীপকে সাহায্য করার চেষ্টা করি। ক্লাস নাইন থেকে ও আমাদের স্কুলের অন্যতম ভালো ও মেধাবী ছাত্র।' এই রোগকে হারাতে সফল হোক স্বর্ণদীপ। এটাই চাইছেন সকলে।
Vaskar Chakraborty