TRENDING:

Siliguri News| Bengal News: বিশ্ব পর্যটন দিবসে 'স্পেশাল' নজরে শিলিগুড়ি টাউন স্টেশন

Last Updated:

Siliguri News| Bengal News:গান্ধিজী থেকে শুরু করে রবীন্দ্রনাথ, মাদার টেরেসা সহ আরও অনেকে এই স্টেশনে এসেছিলেন একদা। যার সঙ্গে জড়িয়ে আছে কয়েকশ' বছরের ইতিহাস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: কথায় আছে, 'প্রতিটি পুরোনো অট্টালিকা অনেক রম্য-গল্প-ইতিহাসকে আগলে নিয়ে চলে।' কথাটা কিন্তু সত্যি! শিলিগুড়ির (Siliguri News) অন্যতম ঐতিহ্যবাহী রেলস্টেশন। গান্ধিজী থেকে শুরু করে রবীন্দ্রনাথ, মাদার টেরেসা সহ আরও অনেকে এই স্টেশনে এসেছিলেন একদা। যার সঙ্গে জড়িয়ে আছে কয়েকশ' বছরের ইতিহাস। কিন্তু আজ সে জমিদারি খন্ডহরে পরিণত। সময়ের সঙ্গে বদলে গিয়েছে ঐতিহ্যবাহী শিলিগুড়ির টাউন স্টেশনের চালচিত্র।
চলতি বছরের শিলিগুড়িতে আয়োজিত বিশ্ব পর্যটন দিবস উৎসবের খণ্ডচিত্র।
চলতি বছরের শিলিগুড়িতে আয়োজিত বিশ্ব পর্যটন দিবস উৎসবের খণ্ডচিত্র।
advertisement

২৭ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার ছিল বিশ্ব পর্যটন(Siliguri News) দিবসের সমাপন। ২৫ সেপ্টেম্বর থেকে সোমবার মোট তিনদিন ব্যাপী বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অবশেষে এদিন শহরের পুরাতন রেলস্টেশন টাউন স্টেশনে প্রভাতী অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে চলতি বছরের পর্যটন উৎসবের সমাপন টানা হয়।

শহরের স্বার্থে এই স্টেশনকে (Siliguri News)ফের একবার গৌরবের জায়গায় পৌঁছে দিতে শহরের বিভিন্ন মহলের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাসোসিয়েশন অফ কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের সদস্যরা। এদিন বিশ্ব পর্যটন দিবসে শিলিগুড়ি টাউন স্টেশনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সংগঠনের তরফে।

advertisement

ঢাক বাজিয়ে, পুরোনো স্টেশনে(Siliguri News) ছবি প্রদর্শনী, ছবি আঁকা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পুরনিগমের প্রশাসক গৌতম দেব। পাশাপাশি এদিন টাউন স্টেশনে আসা টয়ট্রেনের চালক ও সহ-চালককে খাদা পরিয়ে সম্মান জ্ঞাপন করেন অ্যাসোসিয়েশনের সদস্যরা।

স্টেশন প্রসঙ্গে কথা বলতে গিয়ে গৌতম দেব বলেন, 'বহু বছরের এই স্টেশনের জরাজীর্ণ অবস্থা। কোনও দেখভাল নেই। অথচ অনেকে ছোটবেলায় এই স্টেশনে এসেছেন। আমিও অনেক এসেছি। কিন্তু সঠিকভাবে স্টেশনকে রক্ষনাবেক্ষণ করা হয়নি। যার ফলে আজকে এই অবস্থা। আমি এই বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব। যাতে টাউন স্টেশন তার পুরোনো ঐতিহ্য, গৌরব ও গরিমা ফিরে পায়।'

advertisement

অন্যদিকে, অ্যাসোসিয়েশন অফ কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের (Association for Conservation and Tourism -ACT) তরফে রাজ বসু বলেন, 'তিনদিন ধরে আমরা পর্যটন দিবস পালন করলাম। মৈনাক ট্যুরিস্ট লজে শুরু করে শিলিগুড়ির চার্জ রোডের মডেলা স্কুলে সানডে হাটে অর্গানিক শস্য উৎপাদনের মেলার আসরে মধ্যে দিয়ে তৃতীয় দিনে শিলিগুড়ি টাউন স্টেশনে গৌতম দেবের উপস্থিতিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপন টানা হয়।

advertisement

এই স্টেশনে (Siliguri News)বহু স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে অনেকেই এসেছেন। একসময় টয়ট্রেন এখান থেকেই ছাড়ত। অথচ এখন এই স্টেশনের আজ জরাজীর্ণ অবস্থা। তাই ফের এই স্টেশনকে পর্যটন ও শহরের গৌরবের জন্য এক জায়গায় পৌঁছে দিতে আজকে এই বিশেষ অনুষ্ঠান করা হয়েছে।'

শিলিগুড়ির (Siliguri News)অন্যতম বিশিষ্টজন তথা শিক্ষাবিদ অভয়া বসু বলেন, 'শিলিগুড়ির অন্যতম গৌরব এই টাউন স্টেশন। কোনও এক অজানা কারণে এই টাউন স্টেশন তার গরিমা হারাতে বসেছে। বড় বড় মনীষীরা এই টাউন স্টেশনে এসে শিলিগুড়ি শহরকে তৎসময়ে উপভোগ করেছিলেন। আর আজ সেই স্থান যেন এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত!'

advertisement

তিনি বলেন, 'আমরা বিশ্ব পর্যটন দিবসে সেই ব্যাধিকে নিরাময়ের চেষ্টাই করি। অ্যাসোসিয়েশন অফ কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের (Association for Conservation and Tourism -ACT) তরফে টাউন স্টেশনে যে আয়োজন করা হয়েছে, তা নিঃসন্দেহে এক মাত্রা বহন করে। আমার আর্জি শহরবাসীর কাছে তাঁরা যেন শহরের এই ইতিহাসকে ভুলে না যান। এই ইতিহাসকে সংরক্ষণ করেন।'

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ভাস্কর চক্রবর্তী

বাংলা খবর/ খবর/Local News/
Siliguri News| Bengal News: বিশ্ব পর্যটন দিবসে 'স্পেশাল' নজরে শিলিগুড়ি টাউন স্টেশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল