TRENDING:

Siliguri News: টানা বৃষ্টিতে ফাটল বালাসন সেতুর পিলারে! ঘুরপথে যান চলাচল

Last Updated:

Bangla news: নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় সেতু সংস্কারে সমস্যার মধ্যে পরতে হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: প্রবল বর্ষণে উত্তরবঙ্গ সহ পাহাড়ি প্রচুর জায়গা বিধ্বস্ত। কোথাও ধস আবার কোথাও রাস্তার ওপর দিয়ে বয়ে চলেছে তিস্তা। বহু স্থানে তো রাস্তাই নেই। এমন পরিস্থিতিতে নতুন সমস্যা মুখোমুখি হতে হল শিলিগুড়িকে। প্রবল জলস্রোতের কারণে একটি পিলার বসে গেল শিলিগুড়ি সংলগ্ন বালাসন সেতুর।
সেই সেতু পর্যবেক্ষণে পাপিয়া ঘোষ, গৌতম দেব, আনন্দময় বর্মনসহ একাধিক নেতানেত্রীরা
সেই সেতু পর্যবেক্ষণে পাপিয়া ঘোষ, গৌতম দেব, আনন্দময় বর্মনসহ একাধিক নেতানেত্রীরা
advertisement

ফলে এই সেতুর ওপর দিয়ে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ভারী থেকে অতি ভারী যান চলাচল। এমনকি দুই চাকার যানকেও ঘুরপথে যেতে হচ্ছে। একইভাবে সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঘুরপথে শিলিগুড়িতে ঢুকছে দূরপাল্লার গাড়ি। নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় সেতু সংস্কারে সমস্যার মধ্যে পরতে হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

টানা ৪৮ ঘন্টা ধরে উত্তরবঙ্গে চলছে প্রবল বর্ষণ। ফলে জলস্তর বেড়েছে তিস্তা, বালাসন, মহানন্দা সহ উত্তরের প্রায় প্রতিটি নদীতেই। গজলডোবা সংলগ্ন তিস্তা ব্যারেজের লকগেট উপচে জলপ্রবাহও লক্ষ্য করা যায়। এই প্রবল বর্ষণের কারণে ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে শিলিগুড়ি সংলগ্ন বালাসন নদীর সেতুর।

advertisement

বুধবার সকালে লক্ষ্য করা যায় শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়ার ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর বালাসন সেতুর একটি পিলার ফাটল দেখা দিয়েছে। বসে যায় পিলারটি। এরপররেই সেই সেতুর ওপর দিয়ে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। ঘটনাস্থলে আসেন পুলিশের পদস্থকর্তারা সহ পূর্তদফতরের ইঞ্জিনিয়াররা। তাঁরা সেতুর ক্ষতিগ্রস্থ অংশটি পরিদর্শন করেন।

তবে যেহেতু নদীর জলস্রোত বেশি রয়েছে, সেই কারণে বৃহস্পতিবার অর্থাৎ এদিন পর্যন্ত শুরু করা যায়নি সেতু সংস্কারের কাজ বলে খবর। এদিকে সেতুটি সংস্কার না হওয়া পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মা।

advertisement

বুধবারই সকালে ক্ষতিগ্রস্ত সেতুটিকে পরিদর্শনে যান শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের পুরপ্রশাসক গৌতম দেব, তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলার সভাপতি পাপিয়া ঘোষ সহ প্রশাসক মণ্ডলীর সদস্যরা। গৌতমবাবু জানান, পিডাব্লুউডি দফতরের আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও কাজ শুরু করা হবে।

অন্যদিকে, মাটিগাড়া-নক্সালবাড়ির বিধায়ক আনন্দ বর্মণও সেতুটির পর্যবেক্ষণে যান। তিনি সেতুর সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে তিনি রাজ্য সরকারের উদ্দেশ্যে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, 'বালাসন সেতুর এই ক্ষতির জন্য দায়ী রাজ্য সরকার। রাজ্য সরকারের সংকীর্ণ রাজনীতির জন্য চার লেন (Four lane NH) রাস্তা না হওয়ায় আজ সমস্যায় পড়তে হচ্ছে শহরবাসীকে।'

advertisement

এদিকে এই গুরুত্বপূর্ণ সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কার্যত বিচ্ছিন্ন ৩১ নম্বর জাতীয় সড়ক। ঘুরপথে নৌকাঘাট মেডিকেল কলেজ হয়ে শিলিগুড়িতে আসতে হচ্ছে দূরদূরান্তের গাড়িগুলোকে। তবে কতদিনে বালাসন সেতুর ওপর দিয়ে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Vaskar Chakraborty

বাংলা খবর/ খবর/Local News/
Siliguri News: টানা বৃষ্টিতে ফাটল বালাসন সেতুর পিলারে! ঘুরপথে যান চলাচল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল