প্রতিবছরই জগৎবিখ্যাত সারদাপীঠের জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja 2021) দিনগুলিতে ঢল নামে ভক্তদের । সমগ্র হাওড়া এমনকি বহুদূর থেকেও ভক্ত ও দর্শনার্থীরা আসেন সারদাপিঠের পুজো দেখতে । পাশাপাশি পুজোর পর ভক্তদের মধ্যে ভোগ বিতরণের রীতিও রয়েছে মন্দিরে ।
যদিও করোনা সংক্রমনের ঊর্ধ্বমুখী দৈনিক গ্রাফের দিকে তাকিয়ে গত বছরের মতো এই বছরেও জগদ্ধাত্রী পুজোয় সারদাপীঠে সাধারণ ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে । পাশাপাশি বন্ধ রাখা হয়েছে ভোগ ও প্রসাদ বিতরণের অনুষ্ঠানও ।
advertisement
রামকৃষ্ণ মিশনের তরফ থেকে স্বামী মহাপ্রজ্ঞানন্দজি মহারাজ জানান , " করোনা পরিস্থিতিতে সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনেই এই বছর জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়েছে । পূর্বে প্রতিবছর প্রায় 20 থেকে 25 হাজার দর্শনার্থী ও স্থানীয় মানুষের মধ্যে ভোগ বিতরণ করা হলেও এই বছর কোভিডের কারণে তা বন্ধ রাখা হয়েছে । "
আজ মঠের মহারাজ এবং ব্রহ্মচারীদের উপস্থিতিতে ভোর ছটা থেকেই মায়ের পুজো (Jagadhatri Puja 2021) শুরু হয়েছে । আজ তিন প্রহরের পুজোয় সপ্তমী, অষ্টমী ও নবমীর পুজো সম্পন্ন হবে । আগামীকাল গঙ্গায় প্রতিমা নিরঞ্জন করা হবে । সাধারন ভক্ত এবং দর্শনার্থীদের কথা মাথায় রেখে ইউটিউব এবং বেলুড় মঠের ওয়েবসাইটে এই পুজো সরাসরি সম্প্রচার করা হচ্ছে ।