TRENDING:

Jagadhatri Puja 2021: দর্শকশূন্য অবস্থায় বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন সারদা পীঠে চলছে মা জগদ্ধাত্রীর আরাধনা

Last Updated:

করোনা সংক্রমনের ঊর্ধ্বমুখী গ্রাফের দিকে তাকিয়েই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া:  বহু বছর ধরে চলে আসা প্রাচীন রীতিনীতি ও পরম্পরা মেনেই হাওড়ার বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন সারদাপীঠে চলছে শ্রী শ্রী মা জগদ্ধাত্রীর পুজো । বেলুড় মঠের দুর্গাপুজো স্বামী বিবেকানন্দের হাত ধরে শুরু হলেও বেলুড় মঠ সারদাপীঠে 1941 সাল থেকে শুরু হয় দেবী জগদ্ধাত্রীর (Jagadhatri Puja 2021) আরাধনা । সেই সময় থেকেই বৈদিক ও তন্ত্রমতের সংমিশ্রণে চলে আসছে এই পুজো ।
নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
advertisement

প্রতিবছরই জগৎবিখ্যাত সারদাপীঠের জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja 2021) দিনগুলিতে ঢল নামে ভক্তদের । সমগ্র হাওড়া এমনকি বহুদূর থেকেও ভক্ত ও দর্শনার্থীরা আসেন সারদাপিঠের পুজো দেখতে । পাশাপাশি পুজোর পর ভক্তদের মধ্যে ভোগ বিতরণের রীতিও রয়েছে মন্দিরে ।

যদিও করোনা সংক্রমনের ঊর্ধ্বমুখী দৈনিক গ্রাফের দিকে তাকিয়ে গত বছরের মতো এই বছরেও জগদ্ধাত্রী পুজোয় সারদাপীঠে সাধারণ ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে । পাশাপাশি বন্ধ রাখা হয়েছে ভোগ ও প্রসাদ বিতরণের অনুষ্ঠানও ।

advertisement

রামকৃষ্ণ মিশনের তরফ থেকে স্বামী মহাপ্রজ্ঞানন্দজি মহারাজ জানান , " করোনা পরিস্থিতিতে সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনেই এই বছর জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়েছে । পূর্বে প্রতিবছর প্রায় 20 থেকে 25 হাজার দর্শনার্থী ও স্থানীয় মানুষের মধ্যে ভোগ বিতরণ করা হলেও এই বছর কোভিডের কারণে তা বন্ধ রাখা হয়েছে । "

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

আজ মঠের মহারাজ এবং ব্রহ্মচারীদের উপস্থিতিতে ভোর ছটা থেকেই মায়ের পুজো (Jagadhatri Puja 2021) শুরু হয়েছে । আজ তিন প্রহরের পুজোয় সপ্তমী, অষ্টমী ও নবমীর পুজো সম্পন্ন হবে । আগামীকাল গঙ্গায় প্রতিমা নিরঞ্জন করা হবে । সাধারন ভক্ত এবং দর্শনার্থীদের কথা মাথায় রেখে ইউটিউব এবং বেলুড় মঠের ওয়েবসাইটে এই পুজো সরাসরি সম্প্রচার করা হচ্ছে ।

advertisement

বাংলা খবর/ খবর/হাওড়া/
Jagadhatri Puja 2021: দর্শকশূন্য অবস্থায় বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন সারদা পীঠে চলছে মা জগদ্ধাত্রীর আরাধনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল