পুলিশ সূত্রে জানা গিয়েছে , চায়না মাঞ্জার জেরে দ্বিতীয় হুগলী সেতু ও সাঁতরাগাছি ফ্লাইওভারে কেবল অগাস্ট মাসেই মোট চারটি অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে । মাঞ্জার আঘাতে শুধুমাত্র গুরুতর জখমই নয় , হাতের একটি আঙুলও বাদ পড়েছে এক বাইক যাত্রীর । শুধু তাই নয় গত কয়েক বছরে জেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ ও বাইক আরোহীদের কাছে কার্যত মৃত্যুফাঁদ হয়ে দাঁড়িয়েছে এই চাইনিজ মাঞ্জা । সরকারের তরফ থেকে এই মাঞ্জা ব্যান করা হলেও প্রশাসনিক নজরদারির অভাবেই বাড়ছে এই বেআইনি মাঞ্জার রমরমা । অন্য মাঞ্জার তুলনায় দাম অনেকটাই কম বলে বিক্রিও হচ্ছে হু হু করে ।
advertisement
বারংবার দুর্ঘটনা ঘটার জেরে নড়েচড়ে বসে জেলা প্রশাসন । পুলিশসূত্রে জানা গেছে , গত কয়েকদিন ধরে হাওড়ার(Howrah) জগাছা থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় চাইনিজ মাঞ্জা বিক্রির খবর ছিল তাদের কাছে । তারপর গতকাল রাতে হাওড়ার ধাড়সা এলাকায় হানা দিয়ে একজনকে গ্রেফতার করে । এরপরে এদিন ধাড়সা হরিসভা এলাকা থেকে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ । অভিযুক্তদের বিরুদ্ধে দন্ডবিধির ১৮৮ / ৩৩৬ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে পুলিশসূত্রে । পুলিশসূত্র মারফত আরও জানা গেছে , বেআইনি এই মাঞ্জার রমরমা রুখতে এরকমই কড়া অভিযান আবারও চালানো হবে ।
আর কিছুদিনের মধ্যেই আসছে বিশ্বকর্মা পুজো (Vishwakarma Puja) । সারা আকাশ ছেয়ে যাবে ঘুড়িতে । তার আগে এই বেআইনি মাঞ্জার বিরুদ্ধে পুলিশের নজরদারি কতটা ফলপ্রসূ হয় সেটাই এখন দেখার ।
শান্তনু চক্রবর্তী