TRENDING:

Bangla news: ১৯ মাস পর অবশেষে স্কুল খোলায় জোর তোড়জোড় শুরু হাওড়ায়

Last Updated:

Bangla news: স্কুল খুলছে জানার পর থেকে খুশি ছাত্র - ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরাও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পরে অবশেষে নভেম্বরের ১৬ তারিখ থেকে খুলতে চলেছে রাজ্যের স্কুলগুলি (school reopen in howrah) । যদিও নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্যই স্কুলে ক্লাস শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে । অষ্টম শ্রেণি পর্যন্ত আপাতত পঠন - পাঠন চলবে অনলাইনেই ।
নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
advertisement

মুখ্যমন্ত্রীর তরফ থেকে স্কুল খোলার সিদ্ধান্ত ঘোষনার পর থেকেই রাজ্যের স্কুলগুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি(school reopen in howrah) । দীর্ঘদিন ধরে স্কুলগুলি বন্ধ থাকার ফলে ধীরে ধীরে সেই ক্লাসরুমগুলিকে পরিষ্কার - পরিচ্ছন্ন ও ব্যবহার উপযোগী করে তোলা হচ্ছে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে । এর পাশাপাশি গুরুত্ব দেয়া হচ্ছে স্যানিটাইজেশনেও ।

advertisement

স্কুল খুলছে জানার পর সোমবার থেকেই মধ্য হাওড়ার শ্রী রামকৃষ্ণ শিক্ষালয়তে শুরু হয়ে গেছে বিদ্যালয়(school reopen in howrah) পরিষ্কারের কাজ । সোমবারের পাশাপাশি মঙ্গলবারও সমগ্র বিদ্যালয় চত্তর ও ক্লাসরুমগুলি পরিষ্কার ও স্যানিটাইজ করা হয়েছে ।

রাজ্য সরকারের এই স্কুল খোলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে(school reopen in howrah) বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন্ত্র সরকার জানান , " প্রতিদিন এই রকম ভাবেই সম্পূর্ণ স্কুল ও ক্লাসরুমগুলি স্যানিটাইজ করা হবে । ক্লাসের রুটিনও এমনভাবে ঠিক করা হবে যাতে প্রতিটি ক্লাসরুমে কম সংখ্যক ছাত্র নিয়ে পঠন - পাঠন শুরু করা যায় । পাশাপাশি প্রতিটি ছাত্রকে বিদ্যালয় প্রাঙ্গণে মাস্ক পরা , স্যানিটাইজার ব্যবহার করা ও সঠিক শারীরিক দূরত্ব বজায় রাখার মত নিয়মগুলি পালনের পিছনেও জোর দেওয়া হবে । দীর্ঘদিন ধরে বিদ্যালয় বন্ধ থাকায় ছাত্রদের মধ্যে স্কুলে আসা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে । সিলেবাস নিয়ে আতঙ্কও তৈরি হতে পারে তাদের মধ্যে । তাই যতটা সম্ভব এক্সট্রা ক্লাস দিয়ে অতিরিক্ত সিলেবাস দ্রুত শেষ করার চেষ্টা করব । "

advertisement

স্কুল খুলছে জানার পর থেকে খুশি ছাত্র - ছাত্রী থেকে(school reopen in howrah) শুরু করে অভিভাবকরাও । এরকমই এক অভিভাবক ছন্দা মুখার্জি জানান , " করোনা আবহে দীর্ঘদিন স্কুলমুখী হয়নি ছাত্র - ছাত্রীরা । অনলাইনে পড়াশোনা চললেও তা স্কুলে ক্লাসরুমে বসে পড়ার ধারে কাছে নয় । তাই পড়াশোনায় তাদের আগ্রহ ও ইচ্ছে অনেকটাই চলে গেছে গত দেড় বছর । তাই স্কুল খুললে তারা আবার পড়াশোনায় আগের মত আগ্রহ ফিরে পাবে । " যদিও , যেহেতু 18 বছরের কম বয়সীদের ভ্যাকসিনেশন করানো হয়নি তাই সে ক্ষেত্রে স্কুল খুললে সংক্রমণ ছড়ানোর আশঙ্কাটাও মনের মধ্যে থেকেই যাচ্ছে বলেও জানান তিনি ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Santanu Chakraborty

বাংলা খবর/ খবর/Local News/
Bangla news: ১৯ মাস পর অবশেষে স্কুল খোলায় জোর তোড়জোড় শুরু হাওড়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল