TRENDING:

Kali Puja 2021: নিষেধাজ্ঞার পরেও কালীপুজোয় হাওড়ায় শব্দবাজির দৌরাত্ম্য, হাল ছাড়তে নারাজ পরিবেশপ্রেমীরা

Last Updated:

আজও বেআইনি বাজির বিরুদ্ধে শহরের বিভিন্ন জায়গায় চলবে নাগরিক নজরদারি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: ইঙ্গিতটা পাওয়া গেছিল বুধবার রাত থেকেই । বৃহস্পতিবারও কালি পুজোর দিন সূর্য ডুবতে না ডুবতেই সুপ্রিম কোর্টের নির্দেশকে (firecracker ban) কার্যত অমান্য করে হাওড়া জেলাজুড়ে চললো বাজি পোড়ানোর রমরমা (firecracker burning)। পুলিশ - প্রশাসন , হাওড়ার বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠনের তরফ থেকে লক্ষ্মীপুজোর পর থেকেই নাগরিক সচেতনতায় দিন রাত এক করে প্রচার কার্যত সার হয়ে দাঁড়ালো । বেআইনি আলোক বাজির দূষণে ও শব্দবাজির দৈত্যাকার গর্জনে কালীপুজোর রাতে কার্যত টেকা দায় হয়ে গেল জেলার পরিবেশ সচেতন নাগরিকদের ।
বেআইনি শব্দবাজির মত জেলাজুড়ে চলল বেআইনি আতশবাজির প্রদর্শনও
বেআইনি শব্দবাজির মত জেলাজুড়ে চলল বেআইনি আতশবাজির প্রদর্শনও
advertisement

দুর্গাপুজোর পর রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফের দিকে নজর রেখে প্রথমে কলকাতা হাইকোর্ট এই বছর সমস্ত বাজি বন্ধের নির্দেশ দেয় । পরে বাজি প্রস্তুতকারকরা সুপ্রিম কোর্টে গেলে সেখানে কেবল মাত্র গ্রিন বাজিগুলি ফাটানোর জন্য দীপাবলীর দিন সন্ধে আটটা থেকে রাত দশটা পর্যন্ত ছাড় দেওয়া হয়  (firecracker ban) । পরে হাইকোর্টের নির্দেশেও সেই রায় বহাল থাকে । এই নিয়ে প্রশাসনের তরফ থেকেও নির্দেশিকা জারি করা হয় । সপ্তাহ খানেক ধরে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার বেআইনি বাজি আটক করে হাওড়া সিটি পুলিশ । বেআইনি বাজি বিক্রি করার অপরাধে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয় ।

advertisement

কিন্তু এত কিছুর পরেও প্রশাসনিক নিষেধাজ্ঞাকে কার্যত অবজ্ঞা করেই করোনা আবহে যেভাবে একশ্রেণীর মানুষ বাজি ফাটালেন তাতেই বেজায় হতাশ ও দুঃখ প্রকাশ করেছেন জেলার পরিবেশপ্রেমীরা (firecracker burning)। এই বিষয়ে হাওড়া পরিবেশ সমন্বয় মঞ্চের সদস্য সম্রাট মন্ডল জানান , " দূর্গাপুজোর পর থেকেই করোনা পরিস্থিতিতে বাজি ব্যবহারে যাতে পরিবেশ আরও বেশি দূষিত না হয় তার জন্য নানাভাবে প্রচার চালানো হয় । পাশাপাশি কালীপুজোর রাতে টিম করে হাওড়া শহরাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় নাগরিক নজরদারিও চালানো হয়েছে । কিন্তু মানুষ সচেতন না হলে হাজারো নজরদারিও পরিবেশ রক্ষায় কোনো কাজই করতে পারবে না । " তবে পরিবেশ সচেতনতায় এখনই হাল ছেড়ে দিতে নারাজ তিনি (firecracker ban) । আজও বেআইনি বাজির বিরুদ্ধে শহরের বিভিন্ন জায়গায় প্রশাসনের সাহায্য নিয়ে নজরদারি চালানো হবে এবং দরকার পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেওয়া হবে বলে জানালেন তিনি ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

Santanu Chakraborty

বাংলা খবর/ খবর/Local News/
Kali Puja 2021: নিষেধাজ্ঞার পরেও কালীপুজোয় হাওড়ায় শব্দবাজির দৌরাত্ম্য, হাল ছাড়তে নারাজ পরিবেশপ্রেমীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল