2021 মাধ্যমিকের মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল 10 লক্ষ 79 হাজার 749 জন । যাদের মধ্যে অনুত্তীর্ণ হয়নি একজনও । এরই পাশাপাশি রেকর্ড গড়ে রাজ্যে এই বছর মাধ্যমিকে 697 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে সর্বমোট 79 জন পড়ুয়া !এই 79 জন প্রথম স্থানাধিকারীর মধ্যে হাওড়া থেকে রয়েছে মাত্র একজন।
হাওড়ার উদয়নারায়নপুর সারাদা চরণ ইনস্টিটিউশনের আশুতোষ মান্না এই বছর মাধ্যমিকে রাজ্যের প্রথম স্থানাধিকারীদের মধ্যে হাওড়ার একমাত্র মুখ । এলাকার ছাত্র 697 নম্বর পেয়ে মাধ্যমিকে রাজ্য থেকে অন্যতম প্রথম ও জেলার নিরিখে প্রথম স্থান অধিকার করায় খুশির হাওয়া হাওড়ার উদয়নারায়নপুরে ।
advertisement
অন্যদিকে মাধ্যমিকে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ স্থানে হাওড়ার মুখ হিসেবে রয়েছে বাগান্ডা জটাধারী হাই স্কুলের তিন ছাত্রীর নাম । ওই বিদ্যালয়েরই ঋদ্ধিতা দাস (প্রাপ্ত নম্বর 696) , তৃষা মন্ডল (প্রাপ্ত নম্বর 695) ও সোফিয়া খাতুন (প্রাপ্ত নম্বর 694) এইবারের মাধ্যমিকে যথাক্রমে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করেছে । যদিও হাওড়া থেকে মাধ্যমিকে যুগ্মভাবে চতুর্থ হয়েছে আরো তিন জন ছাত্রছাত্রী ।এর পাশাপাশি মাধ্যমিকে 1 থেকে 10 এর মধ্যে হাওড়া থেকে রয়েছে মোট 36 জন ছাত্র ছাত্রীর নাম । যাদের মধ্যে মোট নয় জন রয়েছে বাগান্ডা জটাধারী হাই স্কুল থেকে , পাঁচ জন রয়েছে শিবপুরের B.E. কলেজ মডেল স্কুল থেকে ও বাকি 22 জন রয়েছে জেলার অন্যান্য বিদ্যালয়গুলি থেকে ।
এদিন B.E. কলেজ মডেল স্কুলের পাঁচজন ছাত্র-ছাত্রী , রাজ্যে প্রথম থেকে দশম স্থানাধিকারীদের মধ্যে থাকায় , তাদের হাতে রেজাল্ট , মুখ্যমন্ত্রীর সার্টিফিকেট ও ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানালেন হাওড়ার ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর অফ এডুকেশন শ্রী শান্তনু সিনহা । তবে তুলনামূলকভাবে দেখতে গেলে এই বছর হাওড়া শহরাঞ্চলের বিদ্যালয়গুলির থেকে গ্রামের দিকে বিদ্যালয়গুলিতে মাধ্যমিকে অপেক্ষাকৃত ভালো ফলাফল লক্ষ্য করা গেছে ।
Santanu Chakraborty