এই মায়ের মূর্তিরই অন্যতম আকর্ষণ হলো প্রতিমার কেশশয্যা । কিন্তু জানেন কি হাওড়ায় অবস্থিত এমন দুটি গ্রাম রয়েছে যেগুলি থেকে রাজ্য এমনকি ভিন রাজ্যেও(Durga puja 2021) পারি দেয় মায়ের কেশ !
হাওড়া - আমতা রোডের বড়গাছিয়া থেকে ডানদিকে ঘুরলে সেখান থেকে মাত্র এক কিলোমিটার দূরে এগোলেই পাশাপাশি রয়েছে দুটি গ্রাম(Durga puja 2021) । একটির নাম পার্বতীপুর দ্বিতীয় গ্রামটির নাম কমলাপুর । আর এই দুটি গ্রামের একটা বড়ো অংশের মানুষ বছরের পর বছর ধরে তৈরি করে আসছেন মায়ের প্রতিমার কেশ ।
advertisement
এই গ্রাম দুটিতে গেলেই চোখে পড়বে দড়ি থেকে সারি বেধে ঝুলছে লাল , কালো ও মেরুন রঙের পরচুলা । দেবী দুর্গার আগমণে যেন সব ধর্ম ও বর্ণের মিলনস্থল হয়ে ওঠে এই বাংলা ।
পাট, গরম জল ও লাল, কালো, মেরুন সহ নানান রঙের মাধ্যমে সেই প্রাচীন পদ্ধতিতেই তারা তৈরি করেন মায়ের রং - বেরংয়ের কেশ । তবে পুজোর ঠিক প্রাক মুহূর্তে একটানা বৃষ্টি ও লকডাউনের জেরে পাটের যোগান কম থাকায় বেশ কিছুটা ক্ষতির সম্মুখীন হচ্ছেন এই শিল্পের সাথে যুক্ত ব্যবসায়ীরা (Durga puja 2021) ।
মায়ের প্রতিমার পরচুলা (Durga puja 2021) তৈরীর সাথে যুক্ত এরকমই এক ব্যবসায়ী জানান , শুধু পশ্চিমবঙ্গেরই নয় দেশের বিভিন্ন জায়গায় প্রতি বছরই পুজোর আগে পারি দেয় তাদের পরচুলা । তবে করোনা আবহে এই বছর প্রথম দিকে সেইভাবে অর্ডার না থাকলেও শেষ দিকে বেশ কিছুটা অর্ডার পরচুলা শিল্পীরা পেয়েছেন বলেও জানান তিনি ।
Santanu Chakraborty