তাও যে সে ভাবে নয় , দুর্গাপুজোর মতো এক্কেবারে থিম পুজো করেই হয় লক্ষ্মীপুজো (Lakshmi puja celebrated in Howrah)। হ্যাঁ , এই ভাবেই বছরের পর বছর ধরে মহা ধুমধামে লক্ষ্মীপুজো পালিত হচ্ছে হাওড়া আমতার জয়পুরের খালনা গ্রামে ।
খালনা গ্রামের বেশ কয়েকটি বাড়িতে ১০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে লক্ষীপুজো । লক্ষ্মীপুজোর (Lakshmi puja celebrated in Howrah)আধিক্যের জন্য বাইরের জগতের কাছে গ্রামটি লক্ষ্মীগ্রাম হিসেবেও বেশ পরিচিত হয়েছে । দুর্গাপুজোর দশমী কাটলেই এই গ্রামে লক্ষ্মীপুজো নিয়ে শুরু হয়ে যায় সাজো সাজো রব ।
advertisement
হাওড়ার এই গ্রামটিতে ২৫ হাজারের সামান্য বেশি লোকের বাস । গ্রামের এক বাসিন্দার কথায় আনুমানিক প্রায় ১৫০ বছর আগে এই গ্রামে শুরু হয় লক্ষ্মীপুজো । তার পর থেকে বংশ পরম্পরায় চলে আসছে এই পুজো(Lakshmi puja celebrated in Howrah) । বর্তমানে ছোটো , বড়ো , ক্লাব - বারোয়ারী , বাড়ির পুজো সব মিলিয়ে ১৫০ টিরও বেশি লক্ষ্মীপুজো হয় এই গ্রামে ।
তিনি জানান , গ্রামে দুর্গাপুজো নয় জাঁকজমকভাবে পালিত হয় লক্ষ্মীপুজোই । আগেকার দিনে , গ্রামের বেশিরভাগ মানুষই চাষ-বাসের সাথে যুক্ত থাকায় ফসলের বেশি দাম পেলেই জাঁকজমক ভাবে ধনদেবী লক্ষ্মীর পুজো (Lakshmi puja celebrated in Howrah)সম্পন্ন করতেন তারা ।
প্রথমে শুধুমাত্র অভিজাত বাড়িগুলিতেই এই পুজো সম্পন্ন হলেও বর্তমানে বহু বারোয়ারি পুজোও অনুষ্ঠিত হয় এই গ্রামে । থিম , প্রতিমা ও মন্ডপ নিয়ে নিজেদের মধ্যে কম্পিটিশনও চলে লক্ষ্মীপুজো নিয়ে । এখানকার লক্ষ্মীপুজোর(Lakshmi puja celebrated in Howrah) বাজেটও থাকে জেলার যে কোনো দুর্গাপুজাকে টেক্কা দেওয়ার মতোই ।
দুই থেকে পনেরো লাখের মধ্যে । চারুময়ী লক্ষ্মীতলা , কৃষ্ণরায়তলা , খালনা বাজারের আমরা সবাই , বারুইপাড়া মিলন সংঘ , ক্ষুদিরামতলা সর্বজনীন , আনন্দময়ী তরুণ সংঘের লক্ষ্মী পুজো (Lakshmi puja celebrated in Howrah)দেখতে প্রতিবছরই ভিড় জমান বহু উৎসাহী মানুষ ।
যদিও এই বছর করোনা পরিস্থিতিতে ও প্রাকৃতিক দুর্যোগের জেরে বেশ কয়েকটি পুজো কমিটিই তাদের লক্ষ্মী পুজোর (Lakshmi puja celebrated in Howrah)বাজেট বেশ কিছুটা কমিয়ে এনেছে । যদিও তাতে ধনদেবীর আরাধনায় কোন প্রকার ভাটা পড়বে না বলেই মনে করছেন গ্রামের বাসিন্দারা ।
Santanu Chakraborty