TRENDING:

হাওড়াজুড়ে বিধায়কদের উদ্যোগে পালিত হল ‘খেলা হবে দিবস’

Last Updated:

হাওড়াজুড়ে বিধায়কদের উদ্যোগে পালিত হল ‘খেলা হবে দিবস’ । এ দিন উত্তর হাওড়ার ৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা বাপি মান্নার উদ্যোগে ‘খেলা হবে দিবস’ কর্মসূচি পালন করা হয় ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তনু চক্রবর্তী, হাওড়া:  ২০২১ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল রাজনৈতিক স্লোগান ছিল 'খেলা হবে' । গত ২মে রাজ্যে নির্বাচনের ফল প্রকাশে তৃণমূলের বিপুল ব্যবধানের কারণ হিসেবে বঙ্গ সরকারের একাধিক প্রকল্প ও 'খেলা হবে' স্লোগানকেই এগিয়ে রেখেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা । তৃণমূলের এই শ্লোগানের জনপ্রিয়তা দেখে আপ্লুত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । এরপরে কালিঘাট থেকে তিনি ঘোষণা করেন ১৬ আগস্ট রাজ্য সরকারের তরফ থেকে 'খেলা হবে দিবস' পালন করার কথা ।
advertisement

গত বিধানসভা নির্বাচনে হাওড়াতে বিরোধীদের কার্যত হোয়াইটওয়াশ করে ১৬ - ০ ব্যবধানে জেলার সবকটি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস । তাই সভানেত্রীর বার্তায় জেলার তৃণমূলী বিধায়করা যে জেলা জুড়ে খেলা দিবসের কর্মসূচিকে প্রচারের আঙিনায় মুড়ে ফেলবে এ কথা আগেই ভেবেছিল জেলার রাজনৈতিক মহল । জেলা জুড়ে সর্বত্রই পড়তে থাকে বিধায়কদের খেলা দিবসের পোস্টার । সেইসব পোস্টারে পায়ে ফুটবল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অরূপ রায় , গৌতম চৌধুরী , কল্যাণ ঘোষের মতো বিধায়কদের ।

advertisement

এ দিন উত্তর হাওড়ার ৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা বাপি মান্নার উদ্যোগে খেলা হবে দিবস কর্মসূচি পালন করা হয় । অনুষ্ঠানে ঘুশুড়ি HIT মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ আয়োজিত করা হয় । বাপি মান্না একাদশ এবং উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী একাদশ টিমের মধ্যে এই খেলায় উপস্থিত ছিলেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

অন্যদিকে হাওড়া পৌরসভার প্রাক্তন মেয়র পরিষদের সদস্য ও IFA এর সহ-সভাপতি শ্যামল মিত্রর উদ্যোগে হাওড়া শৈলেন মান্না স্টেডিয়ামে অরূপ রায় একাদশ ও হাওড়া DSA XI এর মধ্যে আয়োজিত হয় প্রীতি ফুটবল ম্যাচ । সেখানে উপস্থিত ছিলেন মধ্য হাওড়ার বিধায়ক ও রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় । তিনি সাংবদিকদের জানান, দিদি ১৬ আগস্ট রাজ্যজুড়ে খেলা হবে দিবসের ঘোষণা করেন সেই অনুযায়ী রাজ্যের সব প্রান্তেই আজ খেলা হচ্ছে । তবে বাইরের রাজ্যে ও ত্রিপুরায় যে খেলা হবে দিবস পালিত হচ্ছে সেই সম্পর্কে কিছু জানাননি তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/Local News/
হাওড়াজুড়ে বিধায়কদের উদ্যোগে পালিত হল ‘খেলা হবে দিবস’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল