রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ তার লেখনীর মাধ্যমে প্রকৃতির নানান সৌন্দর্যের দিক ফুটিয়ে তুলে আপামর বাঙালির মনে জায়গা করে নিয়েছিলেন । তার লেখা " বনলতা সেন " , " " সাতটি তারার তিমির " , "রূপসী বাংলা " - র মতো সৃষ্টিগুলি আজও মনে দাগ কাটে সব বয়সের পাঠকদের ।
advertisement
আজ বাগনানের চাঁদনী গ্রামে প্রবীণ কবি প্রণবেন্দু বিশ্বাসের বাড়ি সংলগ্ন সবুজঘেরা নির্জন বাগানে জীবনানন্দ দাশের প্রতিকৃতিতে মাল্যদান করেন ওই সংগঠনের সদস্য ও বাগনানের বিশিষ্টজনেরা । বাঙালির পল্লীগ্রামের কবির প্রয়াণ দিবসে তার গান গেয়ে তার প্রতি শ্রদ্ধাও জানানো হয় প্রকৃতির বুকে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে ।
এই অনুষ্ঠান সম্পর্কে বাগনানের স্বজন সংগঠনের সভাপতি শ্রী চন্দ্রনাথ বসু জানান , " ১৯৫৪ সালে আজকের দিনেই ট্রামের ধাক্কায় মাত্র ৫৫ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছিলেন প্রকৃতিপ্রেমী এই কবি । কিন্তু ফেলে রেখে গেছেন তার প্রকৃতি নিয়ে লেখা সেই অমূল্য কবিতাগুলি যার মাধ্যমে রবীন্দ্রনাথ পরবর্তী সময়ে বাংলা সাহিত্য বিপুল সমৃদ্ধ হয়েছে । বাঙালি যে এখনও প্রকৃতিপ্রেমী জীবনানন্দ দাশকে ভোলেনি এই অনুষ্ঠানের মাধ্যমে তারই বার্তা দেওয়ার চেষ্টা করলাম । "
Santanu Chakraborty