TRENDING:

Howrah News: এক ইঞ্চি তালপাতার উপর পাখির ছবি এঁকে রেকর্ড হাওড়ার শিল্পী রমেশের

Last Updated:

Howrah News: মোট ২৫ রকমের পাখি প্রতিটি মাত্র ১ ইঞ্চি সাইজের গোল তালপাতার উপর এঁকে জেলাজুড়ে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছেন পেশায় শিল্পী হাওড়ার উলুবেরিয়ার রমেশ দাস ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: নগরায়নের জেরে ধীরে ধীরে বিলুপ্তির পথে পা বাড়াচ্ছে সৌন্দর্য ও বৈচিত্রের দিক থেকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পক্ষী শ্রেণীর সদস্যরা । এদের মধ্যে এদেশের বিভিন্ন প্রকার প্রজাতির পাখিরাও এখন বিলুপ্তির পথে । তবে ক্ষতি কি ? বাস্তবে এদের দেখা পাওয়া কমলেও শিল্পীর হাতে তো আর কোনো বাধা নেই ।
নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
advertisement

তাই এদেশের নানান প্রজাতি মিলিয়ে মোট ২৫ রকমের পাখি প্রতিটি মাত্র ১ ইঞ্চি সাইজের গোল তালপাতার উপর এঁকে জেলাজুড়ে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছেন পেশায় শিল্পী হাওড়ার উলুবেরিয়ার রমেশ দাস ।

পরিবেশ বান্ধব তাল পাতা এক ইঞ্চি সমান গোল করে কেটে , ছোটো ছোটো পাতার খন্ডের উপর অ্যাক্রিলিকের মাধ্যমে বিভিন্ন পাখির ছবি ফুটিয়ে তুলেছেন তিনি ।

advertisement

মোট এ রকমই পঁচিশটি পাখির ছবি আঁকতে তার সময় লেগেছে মাত্র তিন দিন । হাওড়ার উলুবেড়িয়ার বাণী তলার বাসিন্দা রমেশ দাসের এই অভিনব শিল্পকে সম্মান জানিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস তাদের বইয়ে ঠাই দিয়েছে তার নাম । তার আঁকা চিত্র গুলিতে রয়েছে ময়ূর , মাছরাঙা , টিয়ার পাশাপাশি হাঁস , বুলবুলি , ময়না - রাও ।

advertisement

বছর ৩৮ এর চিত্রশিল্পী রমেশ বাবু ছবি আঁকার পাশাপাশি লোগো ডিজাইন ও ওয়াল পেন্টিং এর কাজের সাথেও যুক্ত । এছাড়াও উলুবেড়িয়ায় আড়াইশো জন ছাত্রছাত্রীকে নিয়ে একটি আঁকার স্কুলও রয়েছে তার । এর আগেও দেশ - বিদেশের একাধিক চিত্র প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে তারা আঁকা বিভিন্ন চিত্রও ।

কিভাবে এই তাল পাতার উপরে আঁকার ভাবনা তার মাথায় এলো সেই বিষয়ে তিনি জানান , " গতবছর লকডাউনের সময়ে পরিবেশে দূষণের মাত্রা কমায় আনাগোনা কিছুটা বেড়েছিল পাখিদের । তখন থেকেই ভাবি পাখিদের নিয়ে কিছু একটা করবো । আর ক্যানভাসের থেকেও বেশি পরিবেশ বান্ধব হলো তালপাতা । তাই এবার এটাকেই বেছে নিলাম । "

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

Santanu Chakraborty

বাংলা খবর/ খবর/Local News/
Howrah News: এক ইঞ্চি তালপাতার উপর পাখির ছবি এঁকে রেকর্ড হাওড়ার শিল্পী রমেশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল