TRENDING:

জন্মদিনে চুল-দান! রাজ্যজুড়ে ভাইরাল হাওড়ার সুস্মিতা

Last Updated:

জন্মদিনে ক্যান্সার আক্রান্তদের চুল-দান করে রাজ্যজুড়ে ভাইরাল হাওড়ার বাগনানের কন্যা সুস্মিতা ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া:   কথায় আছে কেশ নারীর সৌন্দর্যের প্রতীক । মেয়ে মানেই , সে হবে চুল-পাগল । সেই প্রাচীন কাল থেকেই এই ধারণা তৈরি হয়ে আসছে মানুষের মনে । সেই চুল - পাগল মেয়েদের তালিকাতেই ছিল হাওড়ার বাগনানের কন্যা সুস্মিতা কুণ্ডুর নাম । টিভিতে , ফ্যাশনে মেয়েদের নানান চুলের বাহার দেখে , নিজের চুল - কেও সেইভাবেই সাজিয়ে নিতো কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজে পাঠরতা সুস্মিতা ।
advertisement

কিন্তু মন যে কখন কি চায় , তা বোঝা বড়ো দায় । নিজের পরিচিত নয় বছরের এক কন্যাকে , কেমো নিয়ে চুল উঠে যাওয়া ক্যানসারে আক্রান্ত রোগীদের সাহায্যার্থে তার নিজের চুল দান করা দেখে মুগ্ধ হয়ে যায় চুল প্রেমী সুস্মিতাও । পরিকল্পনা করে , নিজের ২৫ বছরের জন্মদিনে ক্যান্সারে আক্রান্ত রোগীদের তার প্রিয় চুল উপহার দিয়ে উদযাপন করবে সে ।

advertisement

যেমন ভাবা , তেমনি কাজ । ক্যানসারে আক্রান্তদের চুল প্রদানকারী এরকমই একটি সংস্থার সাথে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে , নিজের প্রিয় ১৮ ইঞ্চি চুল কাঁচি দিয়ে কেটে ফেলে সে । তারপর তার সাধের চুল ওই সংগঠনের মাধ্যমে দান করে ক্যানসার আক্রান্তদের উদ্দেশ্যে । সুস্মিতার এই অভিনব জন্মদিন উদযাপন ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।

advertisement

যদিও জন্মদিনে শুধু চুল দান করেই থেমে থাকেনি সে । জন্মদিনের সন্ধ্যেতে , বাগনান স্টেশনে থাকা দুঃস্থ ও ভবঘুরেদের সাথে কেক কেটে , তাদের নিজের হাতে সেই কেক খাইয়ে ও তাদের মধ্যে রাতের খাবার পরিবেশন করে মানবতার এক অনন্য নিদর্শন স্থাপন করেছে বাগনানের সুস্মিতা কুন্ডু । তার এই অভিনব জন্মদিন উদযাপনকে কুর্নিশ জানিয়েছে জেলার বিশিষ্ট জনেরাও ।

advertisement

Santanu Chakraborty

বাংলা খবর/ খবর/Local News/
জন্মদিনে চুল-দান! রাজ্যজুড়ে ভাইরাল হাওড়ার সুস্মিতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল