সোমবার প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন হয় । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার চিত্র শিল্পীরা । দুটি পর্যায়ে চলা এই চিত্র প্রদর্শনী চলবে আগামী তেসরা অক্টোবর পর্যন্ত । প্রদর্শনীর প্রথম পর্যায়ে থাকছে চিত্র শিল্পী শেখর কর , সৌমিত্র কর , চন্ডীদাস ভট্টাচার্য , মলয় চন্দন সাহা - সহ মোট 25 জন শিল্পীর রং ও তুলির ছোঁয়ায় ভরিয়ে তোলা ক্যানভাসে আঁকা মা দুর্গার নানান চিত্র । প্রদর্শনীর দ্বিতীয় পর্যায়েও একইভাবে ২৫ জন চিত্র শিল্পীর অঙ্কিত ছবি প্রদর্শিত হবে এই আর্ট গ্যালারিতে ।
advertisement
এই প্রদর্শনী সম্পর্কে ওই আর্ট গ্যালারির কর্ণধার রাখী জানা জানান , " শিল্পীর চোখে উমার আগমনীর মধ্যে দিয়ে আঁকা ছবি নিয়েই চলছে এই প্রদর্শনী । গত বছরের মতো এই বছরেও করোনা আবহেই হচ্ছে মা দুর্গার আগমনী । তাই এই আগমনীর মধ্যেও শিল্পীর আঁকা চিত্রে ফুটে উঠেছে সতর্কতার প্রতিচ্ছবিও । " ফেসবুকে " আনন্দী আর্ট গ্যালারি " সার্চ করে সেখানে ম্যাসেজ করে যোগাযোগ করলেই আসা যাবে এই প্রদর্শনীতে , এমনটাই জানান তিনি ।
শান্তনু চক্রবর্তী