বাস্তবিক এই চিত্রের সাথে সামঞ্জস্য রেখেই হাওড়ার বেতড় সর্বজনীন দুর্গোৎসব সমিতির এইবারে দুর্গাপুজোর ভাবনা " নিধিরাম সর্দার " ।
গল্পের ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দারের চরিত্রের মতোই এখানে পুতুলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সমাজে যারা অন্যদের দ্বারা চালিত হচ্ছে তাদের । মেশিনের মাধ্যমে পুতুলগুলি যেভাবে চালিত হচ্ছে সেইভাবেই সমাজের ক্ষমতাবান কয়েকজনের চালিকাশক্তির মাধ্যমে চালিত হচ্ছে সমাজের বাকি মানুষ ।
advertisement
এই বিষয়ে বেতড় সার্বজনীন দুর্গোৎসব সমিতির সদস্যা সোহিনী মুখার্জী জানান , " বর্তমানে কোন কাজ করা তো দূর , সেইসব শক্তির বিরুদ্ধে সামান্য নিজেদের মনের মত কথা বলতে গেলেও পাঁচবার ভেবে বলতে হয় । ফলে " বাক স্বাধীনতা " শব্দটি দিন দিন হারিয়ে যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে থেকে । তাই বর্তমান সামাজিক জীবনে আমাদের মত সাধারণ মানুষের ছবিই প্রতিফলিত হয়েছে এই পুতুলের মাধ্যমে । "
Santanu Chakraborty