TRENDING:

হাওড়ার আর্ট গ্যালারিতে চলছে ভারত, বাংলাদেশের শিল্পীদের আঁকা ছবির প্রদর্শনী

Last Updated:

হাওড়ার আর্ট গ্যালারিতে চলছে ভারত, বাংলাদেশের শিল্পীদের আঁকা ছোটো বড়ো নানান ছবির প্রদর্শনী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 হাওড়া : - হাওড়ার ঘোষ পাড়ার আনন্দি আর্ট গ্যালরিতে শুরু হয়ে গেলো ভারত ও বাংলাদেশের শিল্পীদের আঁকা ছবি নিয়ে চিত্র প্রদর্শনী " স্বাধীনতার স্বাদ " । বিশিষ্ট চিত্রশিল্পীদের উপস্থিতিতে সোমবার সন্ধ্যেবেলা উদ্বোধন হয় এই চিত্র প্রদর্শনীর । সোমবার থেকে শুরু হওয়া এই চিত্র প্রদর্শনী চলবে আগামী 29 শে আগস্ট পর্যন্ত । প্রতিদিন দুপুর তিনটে থেকে রাত নটা পর্যন্ত আনন্দির ফেসবুক পেজে দেওয়া টেলিফোন নম্বরে যোগাযোগের মাধ্যমে প্রবেশ করা যাবে এই আর্ট গ্যালারিতে ।
advertisement

মোট ২৪ জন চিত্রশিল্পীর আঁকা ২৬ টি ছবি প্রদর্শিত হচ্ছে এই চিত্র প্রদর্শনীতে । দেশের বিভিন্ন চিত্রশিল্পীদের পাশাপাশি বাংলাদেশের চিত্রশিল্পী মহাজিদুল হাসান রানার আঁকা ছবিও রয়েছে আনন্দি আর্ট গ্যালারিতে । স্বাধীনতার পাশাপাশি রং ও তুলির ছোঁয়ায় শিল্পীর আঁকা আরও নানান বিষয়ের উপর ছবি প্রদর্শিত হচ্ছে গ্যালারিতে ।

এই প্রদর্শনীর ব্যাপারে গ্যালারির কর্ণধার রাখী জানা জানান , " আনন্দি আর্ট গ্যালারিতে আয়োজিত তৃতীয় চিত্র প্রদর্শনী এটি । এর আগে সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকীতে শিশুদের আঁকা ছবি নিয়েও চিত্র প্রদর্শনী হয়েছে আনন্দি আর্ট গ্যালারিতে । " তিনি আরও জানান , ছোট - বড় নানান ছবির পাশাপাশি বিশিষ্ট চিত্রশিল্পী প্রদীপ দত্তের অরিগ্যামির ইনস্টলেশনও রয়েছে এই প্রদর্শনীতে । যদি কেউ গ্যালারিতে প্রদর্শিত ছবিগুলি কিনতে চান তার ব্যবস্থাও রয়েছে বলে জানান তিনি ।

advertisement

প্রদর্শনীর উদ্বোধনের দিন উপস্থিত বাংলাদেশের চিত্রশিল্পী মহাজিদুল হাসান রানা জানান , " বর্তমানে বাংলাদেশের নাগরিক হলেও তার পিতা - মাতার জন্ম এই হাওড়াতেই । তাই নাড়ির টানের জন্যই এসেছি এই আর্ট গ্যালারিতে । " এর আগে রাজ্য ও বাংলাদেশের বিভিন্ন আর্ট গ্যালারিতে আয়োজিত নানান চিত্র প্রদর্শনীতে গেলেও যেভাবে ব্যক্তিগত উদ্যোগে গঠিত হয়েছে এই আর্ট গ্যালারি সেই বিষয়ে সাধুবাদও জানান তিনি ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শান্তনু চক্রবর্তী 

বাংলা খবর/ খবর/Local News/
হাওড়ার আর্ট গ্যালারিতে চলছে ভারত, বাংলাদেশের শিল্পীদের আঁকা ছবির প্রদর্শনী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল