মোট ২৪ জন চিত্রশিল্পীর আঁকা ২৬ টি ছবি প্রদর্শিত হচ্ছে এই চিত্র প্রদর্শনীতে । দেশের বিভিন্ন চিত্রশিল্পীদের পাশাপাশি বাংলাদেশের চিত্রশিল্পী মহাজিদুল হাসান রানার আঁকা ছবিও রয়েছে আনন্দি আর্ট গ্যালারিতে । স্বাধীনতার পাশাপাশি রং ও তুলির ছোঁয়ায় শিল্পীর আঁকা আরও নানান বিষয়ের উপর ছবি প্রদর্শিত হচ্ছে গ্যালারিতে ।
এই প্রদর্শনীর ব্যাপারে গ্যালারির কর্ণধার রাখী জানা জানান , " আনন্দি আর্ট গ্যালারিতে আয়োজিত তৃতীয় চিত্র প্রদর্শনী এটি । এর আগে সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকীতে শিশুদের আঁকা ছবি নিয়েও চিত্র প্রদর্শনী হয়েছে আনন্দি আর্ট গ্যালারিতে । " তিনি আরও জানান , ছোট - বড় নানান ছবির পাশাপাশি বিশিষ্ট চিত্রশিল্পী প্রদীপ দত্তের অরিগ্যামির ইনস্টলেশনও রয়েছে এই প্রদর্শনীতে । যদি কেউ গ্যালারিতে প্রদর্শিত ছবিগুলি কিনতে চান তার ব্যবস্থাও রয়েছে বলে জানান তিনি ।
advertisement
প্রদর্শনীর উদ্বোধনের দিন উপস্থিত বাংলাদেশের চিত্রশিল্পী মহাজিদুল হাসান রানা জানান , " বর্তমানে বাংলাদেশের নাগরিক হলেও তার পিতা - মাতার জন্ম এই হাওড়াতেই । তাই নাড়ির টানের জন্যই এসেছি এই আর্ট গ্যালারিতে । " এর আগে রাজ্য ও বাংলাদেশের বিভিন্ন আর্ট গ্যালারিতে আয়োজিত নানান চিত্র প্রদর্শনীতে গেলেও যেভাবে ব্যক্তিগত উদ্যোগে গঠিত হয়েছে এই আর্ট গ্যালারি সেই বিষয়ে সাধুবাদও জানান তিনি ।
শান্তনু চক্রবর্তী