এই ওয়ার্ডের মোট ভোটার রয়েছেন ৯৫২ জন। নির্বাচনের দিন এই ওয়ার্ডে ভোট পড়েছিল ৮৫০ টি। যা প্রায় ৯০%।
এই ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী ও বিদায় কাউন্সিলর ভারতী সেন বলেন, 'নির্বাচনের দিন তৃণমূল আশ্রিত গুন্ডারা বুথে ঢুকে অবাধে ছাপ্পা ভোট দিয়ে গেছে। পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকায় ছিল।'
যদিও এই অভিযোগকে অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী শর্মিষ্ঠা দাস। তিনি বলেন বিরোধীরা যা অভিযোগ করছে তা সম্পূর্ণ মিথ্যা। সিপিএম প্রার্থী ভারতী দি এই ওয়ার্ডের কাউন্সিলর। তিনি সিপিএমের হার্মাদ বাহিনি দের ঢুকিয়ে ছাপ্পা ভোট দিয়েছেন।
advertisement
পুনঃ নির্বাচনের দিন এই ওয়ার্ডে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট হয়। শতাধিক পুলিশ বাহিনী রাস্তার মোড়ে মোড়ে পিকেটিং করে রাখে। এই দিন নির্ধারিত সময়ে পুনঃনির্বাচন শেষ হওয়ার পর জানা যায় এবারে ভোট পড়েছে ৭১৩ টি। যা আগের বারের থেকে ১৩৭ টি ভোট কম। এবং শতাংশের হরে প্রায় ৭৫% ।