কিভাবে যাবেন?
হাওড়া থেকে বর্ধমান লোকাল ধরে নেমে পড়ুন বর্ধমান (Bardhaman) স্টেশনে। ট্রেনে আসতে আসতে আপনি প্রাকৃতিক দৃশ্য দেখতে পারেন। আবার এক ঘুম দিয়ে দিতে পারেন। কারণ আপনি নামবেন শেষ স্টেশনে। শুধু হাওড়া নয় শিয়ালদা থেকেও ট্রেন ধরতে পারেন। উল্টোডাঙা স্টেশন অথবা কলকাতা স্টেশনেও আপনি পেয়ে যাবেন বর্ধমান লোকাল। ষ্টেশন থেকে বেড়িয়েই সামনে দেখবেন সারি সারি টোটো। যেকোনো একটি টোটো ধরে চলে আসুন গোলাপবাগে। নামলে দেখতে পাবেন প্রবেশদ্বার।সেখান থেকে একটু এগিয়ে গেলেই আপনার বাঁদিকে দেখতে পাবেন বর্ধমান বনবিভাগের অফিস আপনি চলে যাবেন সোজা ভিতরে একটু এগিয়েই আপনি দেখতে পাবেন বোর্ডে বড়ো বড়ো করে লেখা বর্ধমান জুওলজিক্যাল পার্ক। ডান দিকে চলে যান আপনি টিকিট কেটে চলে যান পার্কের ভিতরে। আর উপভোগ করুন প্রাকৃতিক দৃশ্য।
advertisement
কাছাকাছি রয়েছে আরও কিছু দর্শনীয় স্থান। জুলজিক্যাল (Bardhaman Zoological Park) থেকে আপনি টোটোতে করে যেতে পারেন বর্ধমান রাজবাড়ি। আর আপনি যদি পুজোতে আসেন তাহলে আপনার রথ দেখা কলা বেচা এক সঙ্গে হবে এটা নিশ্চিত। পুজোতে এলে আপনি চাক্ষুষ করতে পারবেন রাজবাড়ির দুর্গাপুজো। শুধু রাজবাড়ি নয় আপনি যেতে চাইলে একবার ঘুরে আসতে পারেন বর্ধমানের অধিষ্ঠাত্রী সর্বমঙ্গলা মন্দির। এছাড়াও গোলাপবাগ থেকে যাওয়া যাবে বর্ধমান ১০৮ শিব মন্দির। যদি আপনি থাকতে চান তাহলে যে কোনও একটি হোটেলেই আপনি থাকার ব্যবস্থা করে নিতে পারেন। অবশ্যই বুকিংটা আগেই সেরে ফেলবেন। সঙ্গে রাখবেন ভ্যাক্সিনেশনের প্রমাণপত্র।
Malobika Biswas