এদিন জেলা কংগ্রেস সভাপতি শংকর মালাকার বলেন, \'বিজেপি সরকার আসার পর লাগাতার পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বাড়ছে। মানুষের কথা ভেবে আমরা আজ প্রতীকী আন্দোলন করলাম।\'
অন্যদিকে, এদিন জলপাইগুড়িতেও জেলা টাউন ব্লক কংগ্রেসের পক্ষ থেকে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডের একটি পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ সমাবেশে সামিল হন কংগ্রেসের প্রবীণ থেকে নবীন সদস্যরা।
advertisement
দলের বক্তব্য, কেন্দ্রীয় সরকার বারবারই পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি করছে। এতে সমস্যার সন্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষদের। এদিন জলপাইগুড়ি জেলা কংগ্রেসের দপ্তর থেকে পায়ে হেটে এই বিক্ষোভে সামিল হন কংগ্রেস কর্মীরা।
Location :
First Published :
Jun 12, 2021 1:33 PM IST





