এই বর্ধমান স্টেশনই রয়েছে বিভিন্ন রকমের দোকান। রয়েছে সীতাভোগ, মিহিদানার দোকান। তবে এখন এই সব দোকানেই পড়েছে ধুলো। স্টেশনে হকারি করতে গিয়ে নিত্যযাত্রীদের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি হয় কারো কারো। তারা কেউ কেউ ট্রেন বন্ধ থাকলেও যোগাযোগ বন্ধ করেন নি নিজেদের মধ্যে। যেসব নিত্যযাত্রীদের অবস্থা ভালো তাঁরা এই পরিস্থিতিতে হকারদের আর্থিক সাহায্য করছেন। কিন্তু এই সাহায্য থেকে অনেকেই বঞ্চিতও হচ্ছেন।
advertisement
শুধুই বর্ধমান স্টেশনে হকাররা নিজেদের পসরা সাজিয়ে বসেন তা নয়, স্টেশনের বাইরেও অসংখ্য হকার আছেন যাদের অবস্থাও একই রকম। বিক্রি নেই, কারণ মানুষের ঢলটাই যে নেই স্টেশনে। তাই ব্যবসায় মন্দা চলছে।
উল্লেখ্য, গত বছরও রাজ্যে লকডাউন থাকায় সমস্যায় পড়েছিলেন হকাররা। তবে এ বছর শুরুতে পরিস্থিতি স্বাভাবিকের দিকে থাকলেও সংক্রমণ বাড়ায়, রাজ্যে কার্যত লকডাউন ঘোষণা হয়। আর তারপর থেকেই লোকাল ট্রেনের চাকা থেমে যায়। ফলে বিপাকে পড়েছেন স্টেশন চত্বরে থাকা হকাররা। এখন হকাররা শুধুই দিন গুনছেন কবে আবার স্বাভাবিক হবে সব কিছু। কবে তাঁরা চেনা ছন্দে জীবন যাপন করবেন।






