পূর্ব মেদিনীপুর জেলার রামনগর - ২ ব্লকের কালিন্দী গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পুরুষোত্তমপুর এর আরকবনিয়া, শৌলা, ও দাদনপত্রাবড়, পরিবারগুলির মধ্যে ৩৫০ পরিবারকে রেশন সামগ্রী তুলে দেওয়া হয়।
৩৫০ টি পরিবারকে যে রেশন সামগ্রী তুলে দেওয়া হয়েছে তারমধ্যে ছিল প্রতিটি পরিবারের জন্য ২৫ কেজি চাল, আটা ৫ কেজি, ডাল-৩ কেজি, তেল-১ লিটার, সোয়াবিন- ১ কেজি, লবন- ১ কেজি, হলুদ গুঁড়া- ২ প্যাকেট, এবং লংকা গুঁড়া- ২ প্যাকেট, ৩৫০ স্বাস্থ্য কিট তুলে দেওয়া হয়। এই স্বাস্থ্য কিটের সঙ্গে ছিল মাস্ক -৬টি, বালতি- ২টি, মগ-১টি, সাবান-৮পিস, বাসন মাজা সাবান- ৮টি, মাস্ক- ৫টি ও স্যানিটারি ন্যাপকিন- ৬ প্যাকেট।
advertisement
পাঁশকুড়া পৌরসভার ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ড এবং মড়িপুকুর হাট ও বাজারে রেড ভলেন্টিয়ার্সের উদ্যোগে স্যানিটাইজ করা হয়। সঙ্গে ছিলেন কমরেড লিয়াকত মল্লিক,মমতা সিনহা, হানিফ মহম্মদ,নাজির,মানিক, প্রসেনজিৎ