ওই স্কুলছাত্রী অর্পিতা রুজ জানিয়েছে, সাইকেল চরে সে সিউড়ির দমকল বাহিনীর অফিসের সামনে দিয়ে যাচ্ছিল। সেই সময় সাইকেলের সামনের ক্যারিয়ারে ছিল তার স্কুল ব্যাগ। স্কুল ব্যাগের মধ্যে ছিল তার মোবাইল এবং প্রয়োজনীয় পড়াশোনার সামগ্রী। এই সময় একজন দুষ্কৃতী বাইক চালিয়ে তার সাইকেল থেকে ব্যাগটি ছিনিয়ে নিয়ে চলে যায়। ঘটনায় ব্যাগ খোয়া যাওয়ার পাশাপাশি খোয়া যায় মোবাইল।
advertisement
ঘটনার পরেই ওই স্কুলছাত্রী সিউড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে সিউড়ি থানার পুলিশ কোনরকম বিলম্বিত না করে তদন্ত শুরু করে। এরপর সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্ত দুষ্কৃতীকে শনাক্ত করে পুলিশ এবং মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তাকে ধরে ফেলতে সক্ষম হয়। ওই দুষ্কৃতীকে ধরে ফেলার পাশাপাশি তার থেকে ওই ছাত্রীর ব্যাগ এবং মোবাইল উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় সিউড়ি থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া দুষ্কৃতীর নাম হল তফিজুল সেখ। তার বাড়ি সিউড়ি থানার অন্তর্গত বাঁশজোড় এলাকায়। সিউড়ি থানার পুলিশের মাত্র কয়েক ঘন্টার মধ্যে এই সাফল্য অবশ্যই নজির রাখে। তবে দিন কয়েক আগেও এমন একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল প্রাতঃভ্রমণে বের হওয়া এক মহিলার ক্ষেত্রে। সেই জায়গায় শহরে বারংবার এমন ছিনতাইয়ের ঘটনা বাড়তে থাকায় চিন্তিত শহরের বাসিন্দারা এবং তারা আরও কঠোর নিরাপত্তার দাবি করেছেন।