স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত তিনজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বজ্রপাতে এবং বাকি দুজনের মৃত্যু হয়েছে একটি ইউক্যালিপটাস গাছ পড়ে যাওয়ায়। অন্যদিকে ওই একই সময়ে বজ্রপাতের কারণে আহত হয়েছেন মহঃবাজার পঞ্চায়েতের কুলিয়া গ্রামের এক মহিলা। এদিন তার বাড়িতে বাজ পড়ে বলে জানা গিয়েছে।
বজ্রপাতের কারণে মৃত ব্যক্তির নাম প্রহ্লাদ মন্ডল। বছর পঞ্চাশের প্রহ্লাদ মন্ডল মাংস বিক্রেতা ছাড়াও চাষবাসের কাজ করতেন। এদিন তিনি গোপালপুরের মাঠে কাজ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় খড়িয়াতে বজ্রপাতে তার মৃত্যু হয়।
advertisement
অন্যদিকে এই ঝড় বৃষ্টির সময় মহঃবাজার ব্লকের রামপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীকান্তপুর মোড়ে প্রবল বৃষ্টির হাত থেকে বাঁচতে একটি ইউক্যালিপটাস গাছের নিচে থাকা ছাউনিতে আশ্রয় নিয়েছিলেন আনন্দ কর্মকার, সদানন্দ কর্মকার এবং শহীদ আনসারী নামে তিন ব্যক্তি। সেই সময় ওই ইউক্যালিপটাস গাছের উপর বজ্রপাত হয়। বজ্রপাতের কারণে বিশালাকৃতির ওই ইউক্যালিপটাস গাছটি দু'টুকরো হয়ে যায়। গাছের সেই টুকরো এসে পরে ওই তিন ব্যক্তির মধ্যে আনন্দ কর্মকার এবং শহীদ আনসারীর উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় এই দুজনের। তবে এই দুর্ঘটনায় কোনোক্রমে বেঁচে যান আনন্দ কর্মকারের ভাই সদানন্দ কর্মকার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত আনন্দ কর্মকারের বাড়ি ওই রামপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীকান্তপুরেই। অন্যদিকে মৃত্যু শহীদ আনসারীর বাড়ি গোপালনগর গ্রামে। একই দিনে একই ব্লকের তিন তিনজের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই বীরভূমের বোলপুর শান্তিনিকেতন ব্লকের অন্তর্গত রূপপুর গ্রাম পঞ্চায়েতের এক মহিলার মৃত্যু হয়েছিল বজ্রাঘাতে। পাশাপাশি আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছিল রাজনগর ব্লকের ভবানীপুর এলাকায়।