বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডাঃ দীপ্তেন্দ্যু দত্ত জানিয়েছেন,"জ্বর নিয়ে শতাধিক শিশু ভর্তি রয়েছে ঠিকই তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। প্রচুর শিশু জ্বর সর্দি কাশি নিয়ে ভর্তি হচ্ছে, তবে তারা সুস্থ হয়ে বাড়িও যাচ্ছে। জ্বর সর্দি কাশি (Common fever says doctor) এই রোগটি প্রতিবছরই হয়ে থাকে পুজোর আগে। তবে এই বছর একটু আগে থেকেই শুরু হয়েছে এবং সংখ্যাটা গত বছরের তুলনায় দুই থেকে তিনগুণ বেশি।"
advertisement
এত সংখ্যক শিশুদের এইভাবে জ্বরে আক্রান্ত হওয়া চিন্তার কারণ হলেও ডাঃ দীপ্তেন্দ্যু দত্ত জানিয়েছেন, "করোনার তৃতীয় ঢেউ (Coronavirus Third Wave) আসবে আসবে, এই যে বিষয়টি শোনা যাচ্ছে এবং করোনার তৃতীয় ঢেউ এলে শিশুরা বেশি আক্রান্ত হতে পারেন এই আশঙ্কায় অভিভাবকরা অত্যাধিক চিন্তায় রয়েছেন। আমি মনে করি এত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটি সাধারণ যে জ্বর সর্দি কাশি হয়, তেমনটাই হচ্ছে। তবে চিন্তার কারণ না থাকলেও কোনভাবেই বাড়িতে ফেলে রাখবেন না। চিকিৎসা করান, প্রয়োজনে হাসপাতালে নিয়ে আসুন।"
একইভাবে বীরভূম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আরি জানিয়েছেন, "প্রচুর শিশুদের এমন জ্বর লক্ষ্য করা যাচ্ছে। তবে এটি ভাইরাল ফিভার (Children Viral Fever)। অন্যান্যবারেও যেমনটা হয়, তেমনটাই হয়েছে তবে এবার একটু বেশি হয়েছে। বোলপুর, সিউড়ি এবং সাঁইথিয়া সব জায়গাতেই প্রচুর শিশু জ্বর নিয়ে ভর্তি রয়েছেন, তবে প্রত্যেককেই ভালো আছে। এই সকল শিশুদের জ্বর, সর্দি, কাশি রয়েছে। কারোর কারোর কিছুটা হলেও শ্বাসকষ্ট হচ্ছে।"
আরও পড়ুন Bengal News| Road Condition: দীর্ঘ ৭ কিমি রাস্তা খানা খন্দে ভরা, প্রাণ ভয়ে যাত্রা বীরভূমবাসীর
অন্যদিকে শিশুদের মধ্যে এইভাবে জ্বরের (Children Fever, Bengal) প্রকোপ দেখা দেওয়ার কারণে হাসপাতালগুলিতে বেডের অভাবও দেখা দিয়েছে। অধিকাংশ হাসপাতালেই এক একটি বেডে দুই থেকে তিনজন শিশুদের নিয়ে থাকতে হচ্ছে। তবে চিকিৎসকদের থেকে এই জ্বর নিয়ে খুব একটা চিন্তার কারণ না থাকার আশ্বাস মেলায় কিছুটা হলেও আশ্বস্ত অভিভাবকরা।
মাধব দাস