অন্যদিকে একই ভাবে এদিন বোমা উদ্ধার হয় লাভপুর থানা এলাকায়। লাভপুর থানা এলাকার সাও গ্রামের নদী পাড় থেকে উদ্ধার হয় তাজা বোমা। এখানে দুটি ড্রামের মধ্যে ১১০ টি তাজা বোমা রাখা ছিল(Birbhum News)। পুলিশ এই মজুত থাকা বোমার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালাতেই এই বিপুলসংখ্যক বোমা উদ্ধার করতে সক্ষম হয়। ডিসপোজেবল টিম ডেকে এই বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়।
advertisement
এর আগে গত সপ্তাহের শুক্রবার মারগ্রাম থানা এলাকায় পরপর দুই জায়গায় তাজা বোমা উদ্ধার করা হয়। পরে আবার মল্লারপুর থানা এলাকায় উদ্ধার হয় তাজা বোমা। অন্যদিকে রবিবার দুবরাজপুর থানা এলাকায় উদ্ধার হয় আরও ৩০টি তাজা বোমা এবং ৩ কিলো বোমা তৈরির বারুদ। বীরভূম জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগামী দিনেও জেলাজুড়ে এমন তল্লাশি চলবে অবৈধভাবে বোমা এবং অস্ত্রশস্ত্র উদ্ধারের পরিপ্রেক্ষিতে। প্রসঙ্গত, রামপুরহাটের বগটুই কান্ড ঘটে যাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকা পরিদর্শন করতে এসে ঘটনাস্থল থেকে পুলিশকে নির্দেশ দেন, জেলায় যে সকল বোমা অথবা অবৈধ অস্ত্র মজুত রয়েছে সেগুলি অবিলম্বে উদ্ধার করতে।
Madhab Das