TRENDING:

Bangla News|| গর্ত-খানাখন্দে ভরা রাস্তা, বনগাঁ-বাগদা সড়কের বেহাল দশায় ঘটছে নিত্য দুর্ঘটনা

Last Updated:

Worst Condition Bongaon-Bagdah Road: বেহাল বনগাঁ বাগদা সড়ক। খানাখন্দে ভরা, সমস্যায় এলাকার মানুষ। দ্রুত সংস্কারের দাবি ক্ষুব্ধ বাসিন্দাদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বারাসাত: গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। দক্ষিণবঙ্গের জেলার মধ্যে দুই ২৪ পরগনা বিস্তীর্ণ এলাকা জলের তলায়। এই জলমগ্ন অবস্থায় থাকার ফলে বিদ্যুৎপৃষ্ট হয়ে একের পর এক মৃত্যুর খবর শিরোনামে উঠে এসেছে গত কয়েকদিনে। প্রাণ হারিয়েছে নাবালিকা থেকে প্রৌঢ়। এমনকি চার বছরের শিশুকে একা রেখেও পরিবারের তিন সদস্য অকালে মৃত্যুবরণও করেছে। এই পরিপ্রেক্ষিতে সরকারের এই উদাসীনতাকে হাতিয়ার করে প্রতিবাদে নেমেছে বিরোধী পক্ষ।
advertisement

এ দিকে, আলিপুর আবহাওয়া দফতর ফের রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এই অবস্থায় এই বর্ষার কারণে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থাও হয়েছে বেহাল। কোথাও বড় বড় গর্ত আবার কোথাও খানাখন্দে ভরা। এমনই এক চিত্র ধরা পরল বনগাঁ বাগদা সড়কে। বেহাল বনগাঁ বাগদা সড়ক। খানাখন্দে ভরা, সমস্যায় এলাকার মানুষ। দ্রুত সংস্কারের দাবি ক্ষুব্ধ বাসিন্দাদের। খানাখন্দে ভরে গিয়েছে বনগাঁ বাগদা রাজ্য সড়ক। পিচ পাথর উঠে ক্রমশ চলাচলের অযোগ্য হয়ে উঠছে রাস্তা। বৃষ্টিতে আরও ভয়াবহ হয়ে উঠেছে সড়কের অবস্থা।

advertisement

স্থানীয়রা জানিয়েছে, বনগাঁ বাগদা, বয়রা, গাড়াপোতা সহ একাধিক এলাকার কয়েক লক্ষ মানুষের দৈনিক যাতায়াতের একমাত্র মাধ্যম এই বনগাঁ বাগদা সড়ক। প্রায় ২৫ থেকে ৩০ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় সমস্যায় ব্যবসায়ী থেকে নিত্যযাত্রী সহ অসুস্থ রোগীরা। সড়কের অনেক জায়গায় পিচের অংশ বলে কিছু নেই। এই অবস্থায় দুর্ঘটনার আশঙ্কাও প্রচুর। এই পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে সড়কের বড় বড় গর্ত গুলোকে ইট দিয়ে পূরণ করা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

স্থানীয়দের বক্তব্য, বাগদা থেকে বনগাঁ মহাকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্স রোগী নিয়ে আসতেও কয়েক ঘণ্টা সময় লেগে যাচ্ছে। বহু রোগীর অবস্থা পথেই খারাপ হয়ে যাচ্ছে। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে  দ্রুত সড়ক মেরামতের দাবি জানিয়েছেন বনগাঁ -বাগদার বাসিন্দারা। তাদের মতে যত দ্রুত সম্ভব এই রাস্তা সাধারণ মানুষের জন্য উপযোগী করতে হবে। যেভাবে এই রাস্তা পড়ে রয়েছে তাতে দুর্ঘটনার আশঙ্কাও অনেক।

advertisement

বাংলা খবর/ খবর/Local News/
Bangla News|| গর্ত-খানাখন্দে ভরা রাস্তা, বনগাঁ-বাগদা সড়কের বেহাল দশায় ঘটছে নিত্য দুর্ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল