TRENDING:

West Medinipur News: বেঁচে থাকার লড়াই, সঙ্গী ভাস্কর্য, শিল্পীর কীভাবে চলে প্রতিটি দিন? জানুন এক অন্যরকম গল্প

Last Updated:

West Medinipur News: শারীরিক অসুস্থতা দমাতে পারেনি। চিকিৎসকেরা যে ছেলেটিকে বলেছিল ভারী কাজ পারবে না, সেই ছেলেটি প্রতিদিন নিখুঁত হাতে গড়ে একাধিক জিনিস। যে ধারণা নিয়ে সেই ছোটবেলায় শুরু এখনও নিয়মিত জীবনযুদ্ধে লড়াই করে করে চালিয়ে রেখেছেন তার শৈল্পিক কাজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: শারীরিকভাবে জটিল রোগে আক্রান্ত হলেও, তিনি হেরে যাননি। জীবন যুদ্ধে ক্রমশ লড়ে যাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণের সাঁকোয়া এলাকার বাসিন্দা ভাস্কর মনোজ সামন্ত। ছোট থেকেই তিনি শারীরিকভাবে জটিল রোগে আক্রান্ত। ছেলেবেলা থেকেই তাঁর শিল্প কর্মের জন্য নিরন্তর লড়াই। শিল্পকর্ম এবং ভাস্কর্যের সঙ্গে নিজের জীবন কাটাতে প্রতিদিন প্রতি মুহূর্ত লড়াই করেছেন রোগের সঙ্গে। সম্প্রতি তাঁর অস্ত্রোপচারও হয়েছে। তবুও সারাটা দিন কাটে স্টুডিওতে।
advertisement

ছেনি হাতুড়ি কাঠ পাথর নিয়েই চর্চা মনোজের। চিকিৎসকেরা যে ছেলেটিকে বলেছিল ভারী কাজ করা যাবে না, বিছানায় শুয়ে থাকতে হবে, আজ কাঠ দিয়ে তৈরি বিভিন্ন ভাস্কর্য, বিভিন্ন থিম ফুটিয়ে তুলে নিজেকে দশের সামনে প্রতিষ্ঠিত করেছেন তিনিই। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে তাঁর হাতে তৈরি একাধিক ভাস্কর্য। স্বাভাবিকভাবে শিল্পীর শিল্প নিপুনতা অবাক করবে সকলকে।

advertisement

আরও পড়ুন: কিছুক্ষণেই…! দক্ষিণবঙ্গের ৮ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, বজ্রপাত, ৩ জেলা কাঁপাবে ভারী বৃষ্টি! কী হবে কলকাতায়? জানিয়ে দিল IMD

নিজের বাড়িতেই করেছেন স্টুডিও। মনোজের হাতে তৈরি একাধিক প্রতিকৃতি, বিভিন্ন বিষয়ের উপর কাঠ কিংবা পাথরের তৈরি নানা জিনিস পাড়ি দিচ্ছে জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন জায়গায়। বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে, তার হাতে গড়া বিভিন্ন মনীষীদের প্রতিকৃতি প্রতিষ্ঠা লাভ করেছে।

advertisement

View More

আরও পড়ুন: ৬০ বছরে পৌঁছেছেন…? কী ভাবে কাজ করবে ‘শরীর-মন’? এই হল দুই ‘অলৌকিক’ মূলমন্ত্র, সহস্র সমস্যার ‘সুরক্ষাকবচ’! ছুঁতে পারবে না রোগ-ব্যাধি! মন থাকবে চাঙ্গা!

মাত্র ছয় সাত বছর বয়স থেকেই তাঁর এই ভাস্কর্যে হাতেখড়ি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দুরারোগ্য হৃদরোগ তাঁকে আরও বেশি করে আক্রান্ত করে। তবে সেই রোগকে পরোয়া না করে বেশ কয়েক বছর ধরে তিনি বিভিন্ন জিনিস দিয়ে মূর্তি গড়ছেন। শিল্প নিপুনতায় ফুটিয়ে তুলছেন বিভিন্ন মনীষী, মানুষের প্রতিকৃতি। কাঠ দিয়ে তৈরি করছেন থিমের নানা জিনিস। কোথাও দল বেঁধে চলেছে হাতির পাল, কোথাও আবার মা সন্তানের ভালবাসা। কাঠের তার হাতের তৈরি বিভিন্ন জিনিস বেশিরভাগই মা কেন্দ্রিক। মা সন্তানের ভালোবাসা ফুটে ওঠে তাঁর শিল্পকর্মে।

advertisement

আরও পড়ুন: বিপজ্জনক হতে পারে…! সাপের কামড়ে এই ভুল করছেন না তো? কী করলে বাঁচাতে পারবেন আক্রান্তকে! জানুন বিশেষজ্ঞের মত

যৌথ পরিবারে থাকেন তিনি। বাড়িতেই করেছেন ছোট্ট স্টুডিও। সেখানেই প্রতিদিন চলে এই শিল্পের কাজ। কখনও ছেনি হাতুড়ি ঠুকে পাথরের কিংবা কাঠের বিভিন্ন প্রতিকৃতি, থিম এর কাজ ফুটিয়ে তোলেন তিনি। আবার কখনও ফাইবার কিংবা পাথরের বিভিন্ন মানুষ ও মনীষীর প্রতিকৃতি তৈরি করেন। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য স্তরের একাধিক প্রদর্শনীতে অংশ নিয়েছেন। মিলেছে পুরস্কার। সম্প্রতি একাধিক সৃষ্টি মূলক কাজের অর্ডারও পারছেন তিনি।

advertisement

আরও পড়ুন: পাবদা মাছ প্রিয়…? খেলে শরীরে কী হয় জানেন তো? আরেকবার মুখে তোলার আগে জানুন বিশেষজ্ঞের মত

শারীরিক অসুস্থতা দমাতে পারেনি। চিকিৎসকেরা যে ছেলেটিকে বলেছিল ভারী কাজ পারবে না, সেই ছেলেটি প্রতিদিন নিখুঁত হাতে গড়ে একাধিক জিনিস। যে ধারণা নিয়ে সেই ছোটবেলায় শুরু এখনও নিয়মিত জীবনযুদ্ধে লড়াই করে করে চালিয়ে রেখেছেন তার শৈল্পিক কাজ। বিভিন্ন ক্ষেত্রে মিলেছে সম্মান। তবে প্রচার বিমুখ, অত্যন্ত মিষ্টিভাষী এই ভাস্করের হাতের কাজ ও শিল্প নিপুনতা মুগ্ধ করবে আপনাকে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
West Medinipur News: বেঁচে থাকার লড়াই, সঙ্গী ভাস্কর্য, শিল্পীর কীভাবে চলে প্রতিটি দিন? জানুন এক অন্যরকম গল্প
Open in App
হোম
খবর
ফটো
লোকাল