জিতেন লুই দত্ত। বাড়ি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের ৫০ নম্বর ওয়ার্ডের আপার চেলিডাঙা এলাকায়। পেশায় তিনি রবীন্দ্র ভবনের অস্থায়ী সাউন্ড-অপারেটর কর্মী। কিন্তু বাঁশির নেশা সেই ছোট থেকেই।
জিতেনের তৈরি পাইপের বাঁশির সুরে মুগ্ধ হয়েছে স্থানীয়রা। তিনি একান্তই খেলার ছলে প্লাস্টিকের পাইপ দিয়েই তৈরি করেন বাঁশি আর সেই বাঁশিই তাঁকে দিল পরিচিতি। তাঁকে ঘিরে জোর চর্চা এলাকায়। জিতেন বলেন, ছোট থেকেই টিভি, রেডিও দেখে-শুনে বাঁশির সুর রপ্ত করি। সেটাই তখন নেশা ছিল। দেখে এসেছি কীভাবে বাঁশ দিয়ে তৈরি হয় বাঁশি। ভাবলাম যদি প্লাস্টিকের পাইপ দিয়ে বাঁশি তৈরি করা যায়…! শুরু করলাম কাজ। বিভিন্ন স্কেল এর বাঁশি আছে। জি, ই লার্জ, ই স্মল, সি স্কেল। গানের ক্ষেত্রে সি এবং ডি স্কেল লাগে, ক্লাসিক্যাল গান জি স্কেলে হয়।” তিনি আরও বলেন, বাইশে শ্রাবণ রবীন্দ্র ভবনের একটি অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছিলেন।
advertisement
কীভাবে তৈরি হল প্লাস্টিকের বাঁশি? প্রথমে একটি প্লাস্টিকের পাইপ নিতে হবে। দেখে নিতে হবে যাতে সেটি খুব মোটা বা খুব সরু না হয়। এর পর হ্যান্ড ড্রিল দিয়ে নির্দিষ্ট জায়গা গুলিতে ফুটো করতে হবে। এইভাবে বিভিন্ন স্কেলের বাঁশি তৈরি করা হয়।
রিন্টু পাঁজা