পাহাড়টি পর্যটকদের কাছে এখন সাদা পাহাড় এই নামে পরিচিত হচ্ছে কিন্তু স্থানীয় মানুষজন চাতন পাহাড় বা চাতন ডুংরি নামে এই পাহাড়টিকে ডেকে থাকে। বেলপাহাড়ি থেকে কাঁকড়াঝোড় যাওয়ার রাস্তায় বোদাডিহি গ্রামের কাছে রাস্তার ডান হাতে পড়বে এই পাহাড়টি। সবুজ শাল গাছে ঘেরা এই পাহাড়টির চূড়ার দিকে চোখ গেলেই পর্যটকের মন আটকে যাবে। সহজ ভাবেই উপরে উঠা যায় সাদা পাহাড়ে।
advertisement
আরও পড়ুনঃ বিকেল গড়ালেই ছমছমে পরিবেশ, বড়দিনে ঘুরে আসুন কালিম্পংয়ের এই গ্রামে, আজীবন মনে থেকে যাবে
সাদা পাহাড়ে উঠলেই চোখে পড়বে বড় বড় সাদা পাথরের চাঁই। সূর্যের আলো পড়লে চকচক করে উঠে পাথরগুলি। আর এই সাদা পাহাড়ে সময় কাটানোর অনুভূতিটা একেবারেই আলাদা হতে পারে পর্যটকদের কাছে। স্থানীয় গ্রামবাসী নীরাপদ মাহাতো বলেন, “চারিদিক থেকে সবুজ শালগাছ পাহাড়টিকে ঘিরে থাকার জন্য বহু পর্যটক বুঝতে পারে না। আমরা চাতন পাহাড়, চাতন ডুংরি, সাদা পাহাড় এই সকল নামে এই পাহাড়টিকে ডেকে থাকি। পুরো বেলপাহাড়িতে এই ধরনের পাহাড় একটাও নেই।
আরও পড়ুনঃ গাঁটে-হাতে-পায়ে ব্যথা মানেই ক্যালসিয়ামের অভাব নয়, আপনার শরীরে এই ভিটামিনের ঘাটতি, সচেতন হন এখনই
এই পাহাড়ে বড় বড় সাদা পাথরের চাঁই রয়েছে। পাথরগুলিতে রোদ পড়লে চকচক করে উঠে। যে সমস্ত পর্যটকরা জানে তাঁরাই পাহাড়ে উঠে। আমরা চাই প্রশাসন গুরুত্ব দিয়ে এই পাহাড়টিকে পর্যটকদের কাছে তুলে ধরুক”। এই শীতের মরশুমে যে সমস্ত পর্যটকরা জঙ্গলমহল তথা ঝাড়গ্রাম বেড়াতে আসার পরিকল্পনা করছেন। তাঁদের জন্য বেড়ানোর সেরা ডিস্টিনেশন হতে পারে সাদা পাহাড়।
বুদ্ধদেব বেরা