TRENDING:

Weekend Trip: শহরের কোলাহল ছেড়ে গ্রাম্য পরিবেশ, ছবির মতো সুন্দর গ্রাম, গরমে ঘুরতে যাওয়ার 'সেরা' জায়গা

Last Updated:

Weekend Trip: পূর্ব বর্ধমানের লবণধার গ্রামে প্রতিটি বাড়ির দেওয়ালে চোখ ধাঁধানো আলপনা শিল্প। নিরিবিলি প্রকৃতি, রাজবাড়ি, জঙ্গল ও হোমস্টে-তে থাকার সুব্যবস্থা এই গ্রামকে কলকাতার কাছে আদর্শ গ্রামীণ ভ্রমণ কেন্দ্র করে তুলেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: গরমের ছুটিতে ঘুরে আসতে পারেন বর্ধমানের লবণধার গ্রাম থেকে। সকলের কাছে এই গ্রাম আলপনা গ্রাম নামেই পরিচিত। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ব্লকে রয়েছে এই গ্রাম। গ্রামে প্রবেশ করলেই চোখে পড়বে প্রত্যেকটা বাড়ির দেওয়াল সাজানো রয়েছে আলপোনা দিয়ে। প্রথম নজরে দেখলে সত্যিই বেশ ভাল লাগবে। এই ধরনের গ্রাম অনেক কমই রয়েছে। গ্রামের কম বেশি প্রত্যেক বাড়ির দেওয়াল জুড়ে রয়েছে শুধু ছবি আর ছবি।
লবণধার গ্রাম 
লবণধার গ্রাম 
advertisement

গ্রামে প্রবেশ করলে মনে হবে যেন কোনও ছবির দুনিয়ায় প্রবেশ করেছেন। গ্রাম্য পরিবেশ সঙ্গে শাল, পিয়ালের জঙ্গল মন মাতাবে সকলেরই। কলকাতার কাছেই পাবেন শহরের কোলাহল মুক্ত গ্রাম্য মনোরম পরিবেশ। যেখানে নির্জনতা যেন জড়িয়ে আছে সবকিছুতে। এই গ্রামে বর্তমানে দূর দূরান্ত থেকেও বহু পর্যটক ঘুরতে আসেন। গ্রামবাসী রবিলোচন রায় বলেন, “২০২২ সাল থেকে এইভাবে ছবি আঁকা শুরু হয়েছে। এখন আমাদের গ্রামে অনেক দূর দূরান্ত থেকে বহু মানুষ ঘুরতে আসেন।”

advertisement

আরও পড়ুন: বর্ধমানের ‘কার্জন গেট’-এর গোপন ইতিহাস জানেন? সত্যিটা জানলে অবাক হবেন আপনিও

এই গ্রামে ফটো শ্যুট করার জন্যও যেতে পারেন। ছবি তোলার জন্য খুবই সুন্দর একটা জায়গা। এছাড়া এখানে থেকে ঘুরে নিতে পারেন কালিকাপুর রাজবাড়ি, আউশগ্রাম জঙ্গল, ভালকি মাচানের মত আরও বেশ কিছু জায়গা। কপাল ভাল থাকলে জঙ্গলের মধ্যে ময়ূর দেখার সুযোগও মিলতে পারে। এই গ্রামেই তৈরি করা হয়েছে একটি ছোট্ট হোমস্টে। লবণধার অন্নপূর্ণা স্বেচ্ছাসেবী সংস্থার তরফে ওই হোমস্টে তৈরি করা হয়েছে।

advertisement

View More

আরও পড়ুন: ইতিহাস, সৌন্দর্য ও নির্জনতায় মোড়া… একদিনের ছুটির জন্য আদর্শ পূর্ব বর্ধমানের এই জায়গা

ঘুরতে গেলে একটা দিন অনায়াসে কাটিয়ে দিতে পারেন হোমস্টের মধ্যে। বর্ধমান-দুর্গাপুর লাইনের মানকর স্টেশনে নেমে খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে লবণধার গ্রামে। হোমস্টের মধ্যে আপনারা থাকা থেকে খাওয়া সবটাই পেয়ে যাবেন। এছাড়াও সবকিছু ঘুরিয়ে দেখানোর জন্য থাকবে অন্নপূর্ণা স্বেচ্ছাসেবী সংস্থার লোকেরা। থাকার জন্য যোগাযোগ করতে হবে 8436187394 এই নাম্বারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weekend Trip: শহরের কোলাহল ছেড়ে গ্রাম্য পরিবেশ, ছবির মতো সুন্দর গ্রাম, গরমে ঘুরতে যাওয়ার 'সেরা' জায়গা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল